প্রকৃতির আইন ভাঙার খবর দিলে মিলবে পুরষ্কার

প্লাস্টিক ক্যারিবাগ নিষিদ্ধ বহুদিনই ছিল। তথাপি নিয়ম ভেঙ্গে এখনও বহু জায়গায় রমরমিয়ে চলছে প্লাস্টিক ক্যারিবাগের কারখানা। কোথাও পরিবেশবান্ধব জ্বালানি ছাড়াই চলছে রাস্তার ধারের হোটেল, কোথাও আবার পরিবেশ বিধি না মেনেই চলছে নির্মাণকাজ। এই অবস্থায় প্লাস্টিক চক্র রুখতে নয়া পদক্ষেপ গ্রহণ করল দূষণ নিয়ন্ত্রক পর্ষদ। আপনার বা আপনার আশেপাশের এলাকায় কোনোরকম পরিবেশ বিধিভঙ্গের সংবাদ পেলে খবর দিন দূষণ নিয়ন্ত্রক পর্ষদকে এবং সংগ্রহ করে নিন আপনার পুরষ্কার।

পরিবেশ দূষণ রুখতে সাধারণ নাগরিকদের আরও বেশি করে যুক্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছিল কিছুদিন আগেই। সেই লক্ষ্যে খানিকটা আঁচ বাড়াতে এবার ইনসেনটিভের পরিকল্পনা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের। দুর্গাপুজো থেকেই শুরু হতে চলেছে এই নতুন উদ্যোগ। শহরের সেরা তিন পরিবেশবান্ধব পূজোকে পুরষ্কৃত করবেন পর্ষদ। সাধারণ মানুষেরা তাদের পছন্দের পুজো বেছে নিতে পারবে পর্ষদের তৈরী ‘পরিবেশ’ অ্যাপে

কোন পুজো পরিবেশ রক্ষায় বাড়তি ব্যবস্থা নিচ্ছে, গাছ বা জল বাঁচাতে কেউ বাড়তি উদ্যোগ নিয়েছে কি না, বাজি-মাইকের ক্ষেত্রে কতটা নিয়ম মানা হচ্ছে- তা খুঁজে ছবি সহ অ্যাপে তথ্য আপলোড করতে পারবেন সাধারণ মানুষেরা। সেই তথ্য খতিয়ে দেখবেন পর্ষদ আধিকারিকরা। তার ভিত্তিতেই বিবেচিত হবে পরিবেশবান্ধব সেরা পুজোর তালিকা।

মূলত পরিবেশ অ্যাপ জনপ্রিয় করার পাশাপাশি নাগরিকরা যাতে পরিবেশ নিয়ে আরও সচেতন হন, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। সূত্রের খবর, পুজো মিটে গেলেও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ নাগরিকের থেকে তথ্য চাওয়া হবে। সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য যারা দেবেন, তাদের উৎসাহিত করতে পুরষ্কার দেবে পর্ষদ।

পর্ষদ আধিকারিকরা জানিয়েছেন, শুধু পুরষ্কারের জন্যই নয়, পরিবেশ ধ্বংস করে কোনো কাজ হচ্ছে বলে মনে করলে তার তথ্য সংগ্রহ করে অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন। তাছাড়া লিখিতভাবে অথবা ফোনেও অভিযোগ জানানো যাবে। অ্যাপের মাধ্যমে অভিযোগ জানালে তার ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হল তাও দেখতে পারবেন অভিযোগকারীরা। সপ্তাহে ৬ দিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে পর্ষদের কন্ট্রোল রুম। কন্ট্রোলরুমের টোল ফ্রি নম্বর, ১৮০০-৩৪৫-৩৩৯০। অভিযোগ চলে যাবে পর্ষদের সংলিষ্ট আধিকারিকের কাছে। পুলিশ বা সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...