এবার সিনেমার পর্দায় দেখা যাবে বিনয়-বাদল-দীনেশকে

প্রজাতন্ত্র দিবসের দিন বাংলায় ফিরছেন বিনয়, বাদল ও দীনেশ। মুক্তি পেতে চলেছে বাংলা ছবি '৮/১২’।

১৯৩০ সালের ৮ ডিসেম্বর এই বিপ্লবী রাইটার্স বিল্ডিং-এ প্রবেশ করে গুলি করে হত্যা করেছিল কর্ণেল সিম্পসনকে। এবার সিনেমার পর্দায় দেখা যাবে এই তিন বিপ্লবীকে। বেশ কিছু দিন আগেই মুক্তি পেয়েছে '৮/১২'-এর ট্রেলার।


এই ছবির গল্প তৈরি হয়েছে বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং-কান্ডের উপর ভিত্তি করে। এই ছবির পরিচালক অরুণ রায়। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন কিঞ্জল নন্দা, অর্ণ মুখোপাধ্যায়, রেমো, শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শঙ্কর দেবনাথ, দেবরাজ মুখোপাধ্যায়, গুলসানারা খাতুন ও অনুষ্কা চক্রবর্তী। বিনয় বসুর ভূমিকায় দেখা যাবে অভিনেতা কিঞ্জল নন্দকে। বাদল গুপ্তের চরিত্রে থাকছেন অর্ণ মুখোপাধ্যায় এবং দীনেশ গুপ্তের চরিত্রে দেখা যাবে তরুণ অভিনেতা রেমোকে।

এই ছবির প্রযোজনা করেছেন কান সিং সোধা। তিনি এই ছবি নিয়ে বলেছেন, "৮/১২ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ছবি যেখানে জাতীয় বীরদের প্রতি আমারা শ্রদ্ধা জানিয়েছি। অনেক চিন্তা ভাবনা ও আলোচনার পর আমারা সিদ্ধান্ত নিয়েছি ২৬ শে জানুয়ারি ২০২২ সালে রিলিজ করব। প্রথমে আমারা এই ছবির মুক্তি নিয়ে চিন্তায় ছিলাম। তারপর সবার সঙ্গে আলোচনার পর আমারা এই ছবি প্রজাতন্ত্র দিবসের দিন রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা শ্রদ্ধা জানাই বাংলার এই তিন বিপ্লবীকে এবং আমাদের পাশের থাকার জন্য সবার কাছে অনুরোধ জানাই।"

এটা শেয়ার করতে পারো

...

Loading...