শীতঘুমে আলাস্কার সূর্য

দিন শুরু ঝাপসা হয়ে। আকাশের দিকে তাকালে সূর্য অধরা। ঘুটঘুটে চারপাশ। আলোহীন একঘেয়েমি। কাজে মন বসাতে হয় জোর করে। নভেম্বেরের শীত যত গাঢ় হয় তত আবহাওয়ার ফুরফুরে ভাবটাও উধা। এমন দিনগুলোতে মনখারাপ জমে ওঠাও অস্বাভাবিক নয়। এমন অবস্থা এক আধদিন নয়, টানা ৬৬ দিন।

বারোউ শহরের বাসিন্দাদের এমনই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় ফি বছর। 

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার এক ছোট্ট ভূখন্ড। সরকারী খাতায় নাম "উটকিয়াগভিক"। লোকমুখে ডাক নাম "বারোউ"

গত সপ্তাহে বুধবার ২০২০-র শেষ সূর্য দেখা গিয়েছিল। স্থানীয় সময় দেড়টা নাগাদ অস্ত যায় বারোউ-এর সূর্য। বলা যায় ২ মাসের জন্য শীতঘুমে।

ফের সূর্য উঠবে আগামী বছর। জানুয়ারী মাসের ২৩ তারিখে। লম্বা অন্ধকার সময়টিকে বলা হয় "পোলার নাইট"।

মাত্র চার হাজার মানুষের বাস এই শহরে। প্রতি বছরে এমন দীর্ঘ অন্ধকার জীবন কাটাতে হয় বাসিন্দাদের। তাই নতুন করে কোনও চাপ অনুভব হয় না। তাদের কাছে কিন্তু ঘটনাটি বেশ স্বাভাবিক। তবে একটানা সূর্যহীন দিন কাটাতে একঘেয়েমির শিকার হতে হয়। মানসিক অবসাদও বাড়ে বছরের এই সময়টা। আর্কটিক সার্কেলে অবস্থানের কারণেই এমনটা ঘটে। আলাস্কার বেশ কিছু শহরের বাসিন্দারা  পোলার নাইটের অভিজ্ঞতার মুখোমুখি হন প্রতিবছরই।

তবে দু’মাস আঁধারে কাটাবার পর ফের একটানা দিনের বছরের দু’মাস সারাদিনের জন্য একবারও আকাশছাড়া হয় না সূর্যদেব। সারাক্ষণ সঙ্গে সঙ্গে থাকেন। তখন আবার কালো পর্দায় ঢাকতে হয় ঘর, তবেই ঘুম নামে আলাস্কাবাসীর চোখে!

এটা শেয়ার করতে পারো

...

Loading...