এবছর সরস্বতী পুজোয় হাওড়ার প্যান্ডেলে থিমের ছড়াছড়ি, আকর্ষণ থাকায় দর্শনার্থীদের ভিড়

দুর্গাপুজো হোক কিংবা কালীপুজো, প্রায় বছর ধরে প্যান্ডেলে প্যান্ডেলে ‘থিম পুজো’র একটা চল চলছে। প্রায় প্রতিটি প্যান্ডেলই থিম পুজোয় মেতে ওঠেন। ঠাকুরও তৈরি হয় থিম অনুযায়ী। তবে, এতদিন এই থিম পুজো শুধুমাত্র দুর্গাপুজো আর কালীপুজোতেই বেশি দেখতে পাই।

এবার সেই থিমের হাওয়া লেগেছে মা সরস্বতীর গায়েও। এই বছর কলকাতা নয়, হাওড়া শহরে সরস্বতী পুজোয় থিমের ছড়াছড়ি।

চলতি বছরে হাওড়ার উলুবেড়িয়ায় অধিকাংশ বারোয়ারি সরস্বতী পুজোর উদ্যোক্তারা থিম নির্ভর মণ্ডপ এবং প্রতিমা তৈরি করেছে।

প্রথমেই আসা যাক উলুবেড়িয়া স্টেশনের কাছে বাজারপাড়ায় রাজদূত সঙ্ঘের পুজোয়। এই বছর তারা ৪৫ বছরে পা দিল। এবারে তাদের থিম ছিল পুরনো জমিদার বাড়ির দালান। দেখা গিয়েছে যে গোটা মণ্ডপ জমিদার বাড়ির আদলে তৈরি করা হয়েছে। ফলে, যেখানে সেখানে দেওয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা, ইটের দেওয়াল ভেঙে পড়ছে, পিলার নড়বড়ে হয়ে পড়েছে। এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে থার্মোকল দিয়ে এবং প্যান্ডেলের সঙ্গে প্রতিমাতেও দেওয়া হয়েছে  একটু থিমের ছোঁয়া।

231333-saraswati-pujo_11zon

এরপর আসা যাক নোনা সুন্দরম ক্লাবের পুজোয়। এবারে তাদের থিম ছিল হারিয়ে যাওয়া বাঙালির শৈশব। ফলে, ছোটবেলায় শিশুদের গুলি-ডাংগুলি খেলা, দোলনায় চড়া, ঘুড়ি ওড়ানো উঠে এসেছে এই থিমে। এছাড়া ছোট লাঠি হাতে টায়ার চালানো এবং গাছে ওঠা সবই মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে মণ্ডপ চত্বরে। এখানে প্রতিমা ছিল সাবেকি সাজে। থিমের মণ্ডপের আকর্ষণ থাকায় বহু দর্শনার্থীদের সমাগম হয়েছে সরস্বতী পুজোর দিনে।

গতকাল ছিল সরস্বতী পুজো, অর্থাৎ বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। তবে, এদিন তার ওপর ছিল ভ্যালেন্টাইন্স ডে কিংবা ভালোবাসার দিন। এমন দিনে বাংলার ঘরে ঘরে বাগদেবীর আরাধনা। তাই রাজ্যজুড়ে ফের উৎসবের আমেজ। বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে জমজমাট কাটল বাঙালির ভ্যালেন্টাইন্স ডে৷

এটা শেয়ার করতে পারো

...

Loading...