10th planet নিবেদিত থিয়েটার ফেস্টিভ্যাল 'কথাকার'

গত জুলাই মাসে ২৬,২৭,২৮ এই তিনদিন ধরে অনুষ্ঠিত হল 10th planet নিবেদিত থিয়েটার ফেস্টিভ্যাল 'কথাকার'। প্রথম দিন এই ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয় জানুসে। আর পরবর্তী দুদিন এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় জ্ঞান মঞ্চে। প্রথম দিন এই ফেসিভ্যালে একটি সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারের যে সমস্ত উল্লেখযোগ্য থিয়েটার ব্যক্তিত্ব ছিলেন তাঁরা হলেন মনীশ মিত্র, বিন্দিয়া ঘোষ, সৌমিত্র মিত্র, সুপ্রিয় সমাজদারপলিটিক্যাল থিয়েটার এই বিষয় নিয়ে একটি আলোচনা সভা হয় এই ফেস্টিভ্যালের প্রথম দিনে। এছাড়া প্রথম দিনে মঞ্চস্থ হয় JUDC এর নাটক 'পরিচালিত', হাতিবাগান সংঘারাম এর নাটক 'উদরনীতি', ব্যানারলেস-এর নাটক 'চুপ ক্লাস চলছে'। এই থিয়েটার ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় লিলুয়া দৃষ্টিকোন নাট্যায়নের নাটক 'নক্ষত্রে রক্তপাত', অর্ঘের নাটক 'যোনি', প্রমিথিউস-এর নাটক 'ফ্রাঙ্কেস্টাইন'। ফেস্টিভ্যালের শেষের দিনে অনুষ্ঠিত হয় 10th planet -এর নিজেদের প্রযোজনা 'একটি সেলসম্যানের মৃত্যু' নাটকটি।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...