মহিলা পরিচালিত নেতাজি ভবন মেট্রো স্টেশন যাত্রী সুরক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রেই এগিয়ে

ঘরে-বাইরে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে নারী। তা সে সমাজ-সংসারেই হোক বা বাইরের জগতে। নারী অদ্বিতীয়া। শহরের নেতাজি ভবন মেট্রো স্টেশন তাঁর একটা বড় উদাহরণ। একমাত্র মহিলা পরিচালিত হিসেবে এই স্টেশনটি আগামী ৮ মার্চ দু’বছর সম্পূর্ণ করবে। এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইতিমধ্যেই বিশেষ কর্মসূচী শুরু হয়ে গেছে মেট্রোয়। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে এই মহিলা পরিচালিত স্টেশনটি একটি বড় উদাহরণ যে, নারী সব কাজেই পুরুষের সমান দক্ষ। একটি গোটা মেট্রো স্টেশন সুস্থভাবে পরিচালনার জন্য ৩০ জন মহিলা কর্মী-অফিসার সদা-সর্বদা নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন, যাত্রীদের উন্নতমানের পরিষেবা দিতে। তা সে আত্মহত্যা করা থেকে মানুষকে নিরস্ত করাই হোক বা স্টেশনে আইনশৃঙ্খলা বজায় রাখা, প্রত্যেক ক্ষেত্রেই কৃতিত্বের দাবিদার তাঁরা। তা সে আত্মহত্যা করা থেকে মানুষকে নিরস্ত করাই হোক বা স্টেশনে আইনশৃঙ্খলা বজায় রাখা, প্রত্যেক ক্ষেত্রেই কৃতিত্বের দাবিদার তাঁরা। তাই এই মহিলা কর্মীদের কুর্নিশ জানাচ্ছেন যাত্রীরাও। 

গত মঙ্গলবার মেট্রোর মহিলা কর্মী-অফিসাররা বিভিন্ন স্টেশন এবং ট্রেনে ঘুরে মহিলা যাত্রীদের সঙ্গে কথা বলেছেন। জানতে চেয়েছেন তাঁদের সুবিধা-অসুবিধার কথা। মহিলাদের জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সে ব্যাপারেও কথা বলেছেন। এই  ধরনের নানা কর্মসূচী আগামী দিনে নেতাজি ভবন স্টেশনেও নেওয়া হবে বলে সূত্রের খবর। মেট্রো রেল সূত্রের খবর, ২০১৮ সালের ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসের দিনই এই স্টেশনটিকে মহিলা কর্মী-অফিসার পরিচালিত স্টেশন হিসেবে ঘোষণা করা হয়। এই মুহূর্তে এই স্টেশনে মোট ৩৫ জন কর্মী-অফিসার রয়েছেন। তাঁদের মধ্যে সকালে ও রাতে গেট খোলা এবং বন্ধ করার জন্য কয়েকজন কর্মী এবং আরপিএফ ছাড়া বাকি সবাই মহিলা। বুকিং কাউন্টার, প্যানেল রুম, ফ্ল্যাপ গেট সব জায়গাতেই মহিলা কর্মীরা কাজ করছেন।

মেট্রো রেলের এক কর্তার বক্তব্য, পরিষ্কার-পরিচ্ছন্ন স্টেশনের তালিকায় সামনের সারিতে রয়েছে নেতাজি ভবন মেট্রো স্টেশন। যাত্রীদের তরফ থেকেও এই স্টেশনের পরিষেবা নিয়ে কোনও অভিযোগ নেই। তাঁর থেকেও বড় কথা, গত কয়েক বছরে এই স্টেশনে কোনও গণ্ডগোলের ঘটনা ঘটেনি। গত কয়েক বছরে তিন থেকে চারজনকে আত্মহত্যা করা থেকে রক্ষা করেছেন এখানকার মহিলা কর্মীরা। আসন্ন নারী দিবসের প্রাক্কালে তাই নেতাজি ভবন মেট্রো স্টেশন অন্যান্য স্টেশনের কাছে দৃষ্টান্তস্বরূপ বলা যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...