দ্য সুপার ফিনালে অফ সুপার সিঙ্গার জুনিয়র

১৬ সপ্তাহের জার্নি শেষ। এবার চূড়ান্ত পর্বের লড়াই আসন্ন। ‘সুপার সিঙ্গার জুনিয়র’-এর গ্র্যান্ড ফিনালে আগামী ১৫ সেপ্টেম্বর। ১৩ জন প্রতিযোগীকে এতদিন ধরে গ্রুমিং করে এসেছেন রেশমি, কিঞ্জল, শোভন, অঙ্কন, তৃষা। এবার সকলের ফল প্রকাশের পালা।

ফিনালে মানেই টেনশনে ভরপুর বেশ কিছুটা সময়। তাই এক জমজমাট সঙ্গীত মুখর ফিনালের আয়োজন করেছে চ্যানেল। কে জিতবে আর কে হারবের লড়াইতে থাকবে ধামাকেদার পারফরম্যান্স।

এদিন মঞ্চকে মন্ত্রমুগ্ধ করতে হাজির থাকবেন সোনু নিগম, উদিত নারায়ণ, শান, অলকা ইয়াগনিক, হরিহরণ, কে কে, কুণাল গঞ্জওয়ালা, বেনি দয়াল, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত তণ্ময় বসু, শ্রীকুমার চট্টোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর, রাঘব চট্টোপাধ্যায়, শুভমিতা, মনোময় ভট্টাচার্য, জয়তী চক্রবর্তী, ধানসিঁড়ি সহ আরও অনেকে। বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন মিঠুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পাঁচ জন চূড়ান্ত পর্বের প্রতিযোগীর প্রতিভা বিচারের দায়িত্বে থাকবেন কৌশিকী চক্রবর্তী, জিৎ গাঙ্গুলি এবং কুমার শানু।

চ্যানেলের তরফে জানানো হয়েছে যে সুপার সিঙ্গার জুনিয়রের গ্র্যান্ড ফিনালে টি হতে চলেছে দ্য সুপার ফিনালে অফ সুপার সিঙ্গার জুনিয়র টানা ১০ ঘণ্টা ধরে চলবে এই জার্নি। থাকবে প্রথিতযশা এবং আগামী শিল্পীদের মনোগ্রাহী গান।

সুপার সিঙ্গার জুনিয়র’-এর প্রযোজক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন –“এক গুচ্ছ প্রতিভা চিনে নিলাম এই জার্নিতে। এদের সকলের প্রতিভা নিয়ে আমার কিছু বলার নেই। এদের মধ্যে কোনও একজনকে সেরা হিসেবে বেছে নেওয়া খুব কঠিন কাজ। এরা সকলেই দারুণ গায়। কিন্তু একজনকে তো সেরা হিসেবে বেছে নিতেই হয়। তাই কেউ না কেউ সেরা হবে। ওদের সকলকে আগামী দিনে স্টার হিসেবে দেখার অপেক্ষায় রইলাম।

১৫ সেপ্টেম্বর রবিবার বেলা ১ টা থেকে শুরু হবে টানা ১০ ঘন্টার খাঁটি মিউজিক্যাল গ্র্যান্ড ফিনালে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...