ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়ার কাঠামো

ইস্ট-ওয়েস্ট মেট্রোর নতুন পরিকল্পনা নিয়ে বেশ কৌতূহল ছিল যাত্রীদের মধ্যে। তবে এই মেট্রোর জন্য ভাড়ার কাঠামো ঠিক কী হবে তা নিয়েও বেশ আগ্রহী যাত্রী মহল। তাই ভাড়া সংক্রান্ত একটি প্রস্তাব রেল বোর্ডে আগেই পাঠানো হয় মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। জানা গিয়েছে, সমস্ত দিকের কথা বিবেচনা করে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য ভাড়ার তালিকা তৈরি করে বোর্ড। আরও জানা গিয়েছে যে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রেনে উঠলেই দিতে হবে ন্যূনতম পাঁচ টাকা ভাড়া

  সূত্রের খবর, এই মেট্রোয় প্রথম পর্বে ৪.৮৮ কিলোমিটারের মধ্যে ট্রেন চালানো হবে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত। তবে রেল কর্তৃপক্ষ থেকে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রথম দু’কিলোমিটারের জন্য ভাড়া পড়বে পাঁচ টাকা। এরপরে দুই থেকে পাঁচ কিলোমিটারের জন্য ভাড়া লাগবে ১০ টাকা। আবার পাঁচ থেকে ১০ কিলোমিটারের জন্য ভাড়া পড়বে ২০ টাকা১০ থেকে ১৬.৫ কিলোমিটারের জন্য ভাড়া পড়বে ৩০ টাকা। তবে এই ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়ার কাঠামোর সঙ্গে এখন কার মেট্রোর ভাড়ার কাঠামো সম্পূর্ণ আলাদা। কারন এখন কার মেট্রোয়  প্রথম পাঁচ কিলোমিটার পর্যন্ত ভাড়া পাঁচ টাকা। বর্তমান মেট্রোয় প্রথম স্টেজের পর পাঁচ থেকে ১০ কিলোমিটার, ১০ থেকে ১৫ কিলোমিটার, ১৫ থেকে ২০ কিলোমিটার, ২০ থেকে ২৫ কিলোমিটার এবং ২৫ কিলোমিটার থেকে বাকি পথের জন্য শেষ স্টেজটি রয়েছে। অর্থাৎ প্রথম স্টেজের পর বাকি স্টেজগুলির ভাড়া যথাক্রমে ১০ টাকা, ১৫ টাকা, ২০ টাকা এবং ২৫ টাকা। বর্তমান মেট্রোয় ১০ থেকে ১৫ এবং ১৫ থেকে ২০ কিলোমিটারের স্টেজের ভাড়া একই। তবে রেল  বোর্ডের পক্ষ থেকে বর্তমান মেট্রোর ভাড়া নিয়ে নতুন করে কিছু বলা হয়নি। অর্থাৎ, বর্তমান ভাড়াতেই যাত্রীরা মেট্রোয় সফর করতে পারবেন। তবে জানা গিয়েছে, মেট্রো কর্তৃপক্ষ রেল বোর্ডে যে প্রস্তাব পাঠিয়ে ছিল, সেখানে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় প্রথম পাঁচ কিলোমিটারের স্টেজের জন্য ১০ টাকা ভাড়া বরাদ্দ  রাখা হয়েছিল। আর বাকি স্টেজগুলির জন্য ভাড়ার যে কাঠামো প্রস্তাব আকারে পাঠানো হয়েছিল, তা হল পাঁচ কিলোমিটার থেকে ১০ কিলোমিটার পর্যন্ত ১৫ টাকা এবং ১০ কিলোমিটারের পর থেকে ভাড়ার মূল্য ২০ টাকা হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...