অঞ্জন-মৃণালের অনন্য সম্পর্কের গল্প ‘চালচিত্র এখন’ এবার ওটিটি-বড়পর্দায়

সাল ১৯৮১। বছর ২৬-এর উঠতি যুবকের সঙ্গে দেখা হয়েছিল ৫৫ বছরের বিশ্ববিখ্যাত এক পরিচালকের। বয়সের বেড়া টপকে দুজনের মধ্যে গড়ে উঠেছিল অবাধ বন্ধুত্ব আর নির্ভরতা। জন্ম হয় গুরু-শিষ্যের গল্প। গুরু মৃণাল সেন। শিষ্য অঞ্জন দত্ত। সেই অটুট সম্পর্কের গল্পই বলবে অঞ্জন দত্তের ‘চালচিত্র এখন’। এই গল্প অঞ্জন-মৃণালের সম্পর্কের গল্প।

দর্শকদের জন্য ১০ মে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘চালচিত্র এখন’। তবে, সব প্রেক্ষাগৃহে নয়, নন্দন ও রাধা স্টুডিয়ো, এই দুই জায়গায় দেখানো হবে ছবিটি। ওই একই দিন ‘হইচই’ ওয়েব প্ল্যাটফর্মেও মুক্তি পাচ্ছে ছবিটি।

১৯৮১ সালের ‘বছর ২৬-এর যুবক’ আজকের অভিনেতা-পরিচালক অঞ্জন দত্ত। পরিচালককে নিজের গুরুর আসনে বসিয়েছেন অঞ্জন। শতবর্ষে মৃণাল সেনকে সম্মান জানিয়ে তিনি নির্মাণ করেছেন ছবিটি।  

গত বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় এই ছবি। ‘স্পেশাল জ্যুরি অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল কম্পিটিশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজেস’ বিভাগে পুরস্কৃত হয়। এছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয় এবং সেখানে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান অঞ্জন দত্ত।

ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন পরিচালক অঞ্জন দত্ত নিজেই, চরিত্রের নাম  'কুণাল সেন'। প্রসঙ্গত মৃণাল সেনের একমাত্র পুত্রের নামও কুণাল সেন। অল্পবয়সী অঞ্জন দত্তের ভূমিকায় রয়েছেন শাওন চক্রবর্তী। তাঁকে 'রঞ্জন দত্ত' নামে দেখা যাবে এখানে। এছাড়াও দেখা যাবে অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীকেও। পরিচালকের স্ত্রী, গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নীল দত্ত। 

পরিচালক অঞ্জন দত্ত সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তিনি যাবৎকাল পর্যন্ত যা যা ছবি বানিয়েছেন, তার মধ্যেই ছবিটি সব থেকে স্বতঃস্ফূর্ত ভাবে বানিয়েছেন। এখানে কোনও কাল্পনিক গল্প নেই। মৃণাল সেনের সঙ্গে পরিচালকের যা যা স্মৃতি রয়েছে, সেটাকেই পর পর তুলে ধরা হয়েছে। তিনি মনে করেন যে দর্শকরা অনেকেই এই ছবি পছন্দ করবেন না। কিন্তু তিনি বিশ্বাস করেন কিছু দর্শক রয়েছেই, যারা এই ছবি পছন্দ করবেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...