এই নিয়ম না মানলে আটকে যাবে মাধ্যমিক পরীক্ষার্থীর রেজাল্ট

ক্লাস নাইনে থেকেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দেয় ছাত্র-ছাত্রীরা, লক্ষ্য একটাই মাধ্যমিক পরীক্ষা। প্রতিবছর নতুন ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেয়। কিন্তু কিছু নিয়ম আছে যেগুলো না মেনে চললে পরীক্ষা দেওয়ার পরেও রেজাল্ট হাতে পাবে না ছাত্র-ছাত্রীরা। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে কোনও পরীক্ষার্থী যদি পরীক্ষাকেন্দ্রের আসবাবপত্র, সরঞ্জাম বা অন্য কোনও জিনিস নষ্ট করবার চেষ্টা করে তাহলে রেজাল্ট আটকে দেওয়া হবে। অন্য পরীক্ষার্থীদের রেজাল্ট যখন প্রকাশ করা হবে তখন তাদের রেজাল্ট প্রকাশ করা হবে না।  প্রায় প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের বিরুদ্ধে ভাঙচুর করার অভিযোগ তোলেন বহু স্কুল কর্তৃপক্ষ। কিন্তু পরীক্ষাকেন্দ্রের অভিযুক্ত পরীক্ষার্থীদের শনাক্ত করা সম্ভব হয় না।

তাই জন্য এবছর থেকে নতুন নিয়ম এনেছে মধ্যশিক্ষা পর্ষদ তরফে বলা হয়েছে প্রতিটা পরীক্ষাকেন্দ্রে জিও ট্যাগিং সিস্টেমের মাধ্যমে পরীক্ষার প্রথম দিন ও শেষের দিনের ছবি তুলে রাখতে। সেন্টার সেক্রেটারি ও ভেন্যু সুপারভাইজারকে এই জিও-ট্যাগের ছবি সংগ্ৰহ করে রাখতে হবে। এছাড়াও যে পরীক্ষার্থীরা পরিদর্শকদের সঙ্গে ব্যবহার খারাপ করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা তার আগে সব স্কুলগুলিকে নিজেদের ছাত্র-ছাত্রীদের এই বিষয়ে নিয়ে সচেতন করতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...