স্টেশন এলে ওয়েক আপ অ্যালার্ম বাজিয়ে ঘুম ভাঙ্গাবে রেল

রাতের রেল সফরের আতঙ্কের আর এক নাম ঠিক সময়ে ঘুম না ভাঙ্গা| ভোরবেলা বা গভীর রাতে স্টেশনে নামতে হলে কত যাত্রীই না রাতে দু-চোখের পাতা এক করতে পারেন না| আবার ভোরবেলা গভীর ঘুমে চোখ জড়িয়ে গেলে স্টেশন মিস করে যাওয়ার কত ঘটনাই যে ঘটে তার ইয়ত্তা নেই| মোবাইলের অ্যালার্ম যদিও বা দেওয়া থাকে ট্রেন লেট থাকলে সময়ের আগে উঠে বসে থাকাটাও বিরক্তির উদ্রেক করে| কিন্তু এবার স্টেশন মিস করে যাওয়ার আর কোনো চিন্তা নেই|

ট্রেনে সফরকালে ঠিক সময়ে গন্তব্য স্টেশনে পৌঁছনোর জন্য রেলই দায়িত্ব নিয়ে যাত্রীদের জাগিয়ে দেবে| ভারতীয় রেলের    এই পরিষেবার কথা ট্যুইট করে জানিয়েছেন রেলমন্ত্রী পিযুষ গোয়েল| এবার থেকে ট্রেন সফরে যাত্রীরা চাইলে গন্তব্য স্টেশনে পৌঁছনোর ঠিক আধ ঘণ্টা আগে ঘুম ভাঙিয়ে সতর্ক করে দেবে ভারতীয় রেল| আইআরসিটিসি ও একটি বিপিওর উদ্যোগে চালু হয়েছে এই পরিষেবা|

কিভাবে কাজ করবে এই অ্যালার্ম?

ওয়েক আপ অ্যালার্ম পাওয়ার জন্য রেলের পরিষেবামূলক ফোন নম্বর ১৩৯ তে যাত্রীর পিএনআর নম্বর থেকে শুরু করে কোন স্টেশনে নামতে হবে এবং  এসটিডি কোড ইত্যাদি তথ্য দিতে হবে| যে স্টেশন যাত্রী নামতে চান সেখানে পৌঁছনোর ৩০ মিনিট আগে ফোন করে যাত্রীর ঘুম ভাঙ্গিয়ে দেওয়া হবে| ট্রেন লেট থাকলেও আর চিন্তা নেই| আগে থেকে উঠে পড়তে হবে না যাত্রীদের| ১৩৯ নম্বরটি শুধু ঘুম ভাঙানোর হেল্পলাইন নম্বর নয় |  ট্রেন কখন, কোথায় আছে কিংবা   খাবারের অর্ডার দেওয়া,  কোন স্টেশনের কোন প্লাটফর্মে ট্রেন ছাড়বে ইত্যাদি নানা তথ্যই এই নম্বরে পাওয়া যাবে বলে রেল জানিয়েছে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...