পুরস্কার নামা

বেশ কিছুদিন হয়ে গেল গোষ্ঠ পালের বাড়ির তরফ থেকে মোহনবাগানে ফিরিয়ে দেওয়া হয়েছে তাঁকে দেওয়া সমস্ত সম্মান। এমনকি ১৯৯৩ সালে বাগানের তরফ থেকে গোষ্ঠ পাল কে দেওয়া ভারতরত্ন পর্যন্ত ফিরিয়ে দেওয়া হয়েছিল। তাদের অভিযোগ গোষ্ঠ পাল কে যথাযথ সম্মান দেওয়া হয় নি।  এমনকি তাঁকে দেওয়া বিভিন্ন পুরস্কার পর্যন্ত পাওয়া যাচ্ছে না মোহনবাগানের তরফ থেকে। এই রকম বিভিন্ন অভিযোগে তাঁর ভারত রত্ন পুরস্কার পর্যন্ত ফিরিয়ে দেওয়া হয়েছে এই জাতীয় ক্লাব কে। 

সব কিছু দেখে শুনে সবুজ-মেরুন শিবিরে ৬ জনের একটি তদন্তকরি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মধ্যে রয়েছেন  সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ চট্টোপাধ্যায়,  মঞ্জু ঘোষ, উত্তম সাহা এবং সিদ্ধার্থ রায়বুধবার এই তদন্ত কমিটির থেকে ঠিক করা হয়েছে,  ভারতরত্ন সহ গোষ্ঠ পালের যাবতীয় শ্রদ্ধার্ঘ্য তাঁর পরিবারকে ফিরিয়ে দেওয়া হবে। এবং যত দ্রুত সম্ভব বাকি হারানো স্মারক গুলিও খুঁজে বের করা হবে। তার জন্য ১৯৯৩ সালে যারা সেই সময় বাগান শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব যাতে সমাধানের পথ খুঁজে বের করা  যায় তার চেষ্টা করছেন। সত্যজিৎ চট্টোপাধ্যায় নিজে মুখে বলেন গোষ্ঠ পাল ছাড়া জাতীয় ক্লাব মোহন বাগান অসম্পূর্ন। তাই তাঁর পরিবারকে আমরা কোনো ভাবেই হারাতে পারবো না। আর তারই জন্য এই ৬ জনের তদন্ত কমিটি অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ শুরু করেছে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...