উত্তর আমেরিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি শৃঙ্গ জয় করলেন বাংলার সত্যরূপ

আর একটি ধাপ এগোলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন বাংলার সত্যরূপ সিদ্ধান্ত৬ ডিসেম্বর বৃহস্পতিবার উত্তর আমেরিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি শৃঙ্গ মাউন্ট পিকো দে ওরিজাবা(৫৬৩৬ মি.) জয় করলেন সত্যরূপআফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো এবং ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রোস যা আবার সর্বোচ্চ শৃঙ্গ হিসেবেও পরিচিত, এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ ইরানের মাউন্ট দামাবন্দ, দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আর্জেন্টিনা-চিলি সীমান্তে অবস্থিত ওজোস দেল সালাদ এবং ওশিয়ানিয়ার পাপুয়া নিউ গিনিতে অবস্থিত সর্বোচ্চ আগ্নেয়গিরি শৃঙ্গ মাউন্ট গিলাউয়ি জয় করেন। মোট ৬টি সর্বোচ্চ শৃঙ্গ জয় করা হয়ে গেছে সত্যরূপের। বাকি শুধু আর একটি অর্থাৎ আন্টার্কটিকার মাউন্ট সিডলে। এটি জয় করতে পারলে তার সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গ এবং সর্বোচ্চ আগ্নয়গিরি শৃঙ্গ জয় করা সম্পূর্ণ হবে। উল্লেখ্য, এর আগে সবথেকে কম বয়সে সবকটি শৃঙ্গ জয় করার কৃতিত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বুল। তিনি ৩৬ বছর ১২৭ দিনের মাথায় এই রেকর্ড গড়েছিলেন। আগামী বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় সত্যরূপের মাউন্ট সিডলে জয় করতে যাওয়ার ইচ্ছে আছে। যদি সেটা তিনি করে ফেলতে পারেন, তাহলে ৩৫ বছর ২৫৮ দিনের মাথায় সত্যরূপ সত্যি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এবং আগ্নেয়গিরি  জয় করবেন।

   তবে সম্প্রতি শৃঙ্গজয় করে নামার সময় সত্যরূপ ও তাঁর গাইড একটি দুর্ঘটনার সম্মুখীন হন। একটি বড় পাথর গড়িয়ে পরে আহত হন দুজনে। সত্যরূপের গাইডের পা ভেঙে যায়। যদিও ভাগ্যক্রমে সত্যরূপ তেমনভাবে আহত হননি। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...