‘পৃথিবীর ছাদ’ জয় করলেন বাংলার দেবাশিস বিশ্বাস

প্রথম বাঙালি হিসেবে মাউন্ট লেনিন জয় দেবাশিস বিশ্বাসের।  ‘পৃথিবীর ছাদ-এর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লেনিন (৭১৩৪ মিটার)।

২০১৬ সালের আগস্ট মাসে বাংলার বিশিষ্ট পর্বতারোহী অনিন্দ্য মুখোপাধ্যায়  তাঁর অস্ট্রেলিয়ান বন্ধু অ্যাথল জেক প্রেসটনকে নিয়ে পামিরের উত্তর–পশ্চিম রিজ দিয়ে মাউন্ট লেনিন অভিযানে গিয়েছিলেন। কিন্তু খারাপ আবহাওয়া এবং অতিরিক্ত তুষারপাতের জন্য ৬১৪৮ মিটার উচ্চতা থেকে ফিরে আসতে হয়েছিল তাদের। সেই অভিযানের ছয় বছর পর সাফল্য নিয়ে এল দেবাশিস।

357423126_805029078133620_7109754356616627075_n

জানা গিয়েছে, এই লেনিন পর্বত জয় করতে দল গড়েছিলেন পাঁচ পর্বতারোহী। তাঁরা হলেন — দেবাশিস বিশ্বাস, মলয় মুখোপাধ্যায়, সৌরভ সিঞ্চন মণ্ডল, অভিজিৎ রায় এবং কিরণ পাত্র।

সোমবার, ১০ জুলাই আচিক তাশ বেসক্যাম্প থেকে ক্যাম্প–২ পৌছন দেবাশিস সহ চার আরোহী। ১১ জুলাই পৌছায় ক্যাম্প–২। ১২ জুলাই ক্যাম্প–৩। ১৩ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার সকালে চারজন মিলে ৬২৫০ মিটারে থাকা পিক রেজডেলনায়া আরোহণ করে ক্যাম্প–৩ ফিরে আসেন। সেদিন রাতেই মাউন্ট লেনিনের ফাইনাল সামিটে চারজনের বেরনোর কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য দেবাশিস বিশ্বাস, মলয় মুখোপাধ্যায় সামিটে বেরন। মলয় কিছু দূর গিয়ে ফিরে আসেন। জানা গিয়েছে, ১৪ জুলাই-এর সকালে দেবাশিস বিশ্বাস মাউন্ট লেনিনের শিখরে আরোহণ করেন।

জানা যায়, সৌরভ সিঞ্চন মণ্ডল মাউন্ট লেনিন অভিযানের সময় ক্যাম্প–২–এর ২০০ মিটার আগে অসুস্থ হয়ে পড়েন। সেই সময় এজেন্সির পক্ষ থেকে তাঁকে উদ্ধার করে আনা হয় প্রথমে বেসক্যাম্প তারপরে ওস হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় তাকে। বর্তমানে সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল।

কিরঘিজস্তানের অশ শহর থেকে সৌরভ বললেন, ‘‘আয়োজক সংস্থা আমায় জানিয়েছে যে, দেবাশিসদা লেনিন অভিযান সফল করে ক্যাম্প–২–এ নামছেন। বাকি তিনজন ক্যাম্প–১–এ আছেন। বাকি তিন জন ক্যাম্প ১-এ নামছেন। সকলেই সুস্থ রয়েছেন।’’

শুধু লেনিনই নয়, এই আরোহী দলেরা গত মাসে কিরঘিজস্তানের পামির মালভূমির (যাকে পৃথিবীর ছাদ বলা হয়) একাধিক শৃঙ্গে পা ফেলেছেন । ৩০-এ জুন বাংলার দেবাশিস, মলয়, কিরণ, অভিজিৎ এবং সৌরভ সিঞ্চন মণ্ডল একসঙ্গে মাউন্ট উচিটেলে (৪৫৫০ মিটার) প্রথম আরোহণ করেন। তারপর ৩ জুলাই দ্বিতীয় পামির অভিযানে মাউন্ট ভালসকম (৪০৮৩ মিটার) আরোহণ করে সফল হয় তারা। এই পাঁচ আরোহী এই পাহাড়টির নাম দিয়েছেন মাউন্ট ইউনিটি। লেনিনের শিখড়ে যাওয়ার আগে রাজডেলনায়াক শৃঙ্গকেও (৬২৫০ মিটার) ছুঁয়ে এসেছেন এই বাঙালি পঞ্চ পান্ডব পর্বতারোহী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...