দিনের বিশেষ সময়ে যখন জল হয়ে যায় আগুন

 

পৃথিবীর সৌন্দর্যের কোনো তুলনা নেই| তার উপর যত দিন যাচ্ছে পৃথিবীর সৌন্দর্য যেন ততই বেড়ে চলেছে| পৃথিবীর সৌন্দর্যের খোঁজ এক একবার এক এক জায়গায় মেলে| দুধসাগর জলপ্রপাতের কথা সকলেরই মোটামুটি জানা| গোয়ায় অবস্থিত এই জলপ্রপাতের নাম বিশ্বজোড়া| কিন্তু আজ আমরা অন্য একটি জলপ্রপাতের কথা জানব|

ঝরনার মধ্যে দিয়েই যেন নেমে আসছে আগুন| আর এই দৃশ্য দেখতেই ভিড় জমাচ্ছে প্রচুর পর্যটক| পরিবেশবিদদের মতে, এই প্রাকৃতিক খেলা দেখা যায় বছরের মধ্যে মাত্র কিছুদিনের জন্যই| তাও এই দৃশ্য দেখার জন্যই যোসেমাইট ন্যাশনাল পার্কে ভিড় হয় চোখে পড়ার মতো| আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই পার্কের মূল আকর্ষণই হল এই ‘হর্স টেল’ বা ঘোড়ার লেজের মতো এই ঝরনাটি| সারা বিশ্বে প্রচুর এইজাতীয় ঝরনা থাকলেও এই ঝরনাটির রয়েছে এক আলাদাই বিশেষত্ব| এই বিশেষ ঝরনাটি দিনের একটি বিশেষ সময়ে নিজের রং বদল করতে থাকে| সেই সময়ে ঝরনার দিকে দেখলে মনে হয়, জল নয় আগুন ঝরে পড়ছে| এই কারণের জন্যই পর্যটকদের কাছে ভ্রমনের জন্য অত্যন্ত প্রিয় এই জায়গাটি| বছরের সেই বিশেষ সময়গুলিতে দূর থেকে এই ঝরনার দিকে তাকালে মনে হয় লাভার স্রোত বয়ে যাচ্ছে| আর তার থেকেই ছড়িয়ে পড়ছে আলোর আভা| পরিবেশবিদদের মতে, সূর্যাস্তের সময় একটি বিশেষ সময়ে সূর্যের আলোর প্রভাবেই রং বদলে যায় এই ঝরনার| কোনো এক বিশেষ কোণে আলো পড়ার ফলেই ঘটে এই অপূর্ব সুন্দর ঘটনা| স্থানীয় সূত্রের খবর, প্রতিবছর ফেব্রুয়ারী মাসে মাত্র ১৫ দিনের জন্য দেখা যায় এই ঘটনা| তাও সারাদিন নয়| সূর্যাস্তের পর কিছু সময়ের জন্য দেখা যায় এই নৈসর্গিক দৃশ্য| আপনারাও দেখুন সেই আগুন ঝরনার ঝরার দৃশ্য| প্রতিবছর শুধুমাত্র এই দৃশ্য দেখার জন্যই ভিড় হয় দেখার মতো|

এটা শেয়ার করতে পারো

...

Loading...