Texas Flash Floods: টেক্সাসে হড়পা বানে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮২, উদ্ধারকাজে নামল কোস্ট গার্ড

হড়পা বানের কারণে ভাসমান আমেরিকার টেক্সাস প্রদেশ। ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত ২৮ জন শিশু সহ মোট ৮২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বানের তোড়ে ভেসে গিয়েছে ঘরবাড়ি। হোয়াইট হাউস এই পরিস্থিতিকে ‘বিপর্যয় পরিস্থিতি’ ঘোষণা করেছে।

টানা বৃষ্টির জেরে শুক্রবার থেকে টেক্সাস প্রদেশে শুরু হয়েছে ভয়াবহ দুর্যোগ। বিশেষ করে দক্ষিণ-পশ্চিম দিকের গুয়াদালুপে নদীতে হঠাৎ হড়পা বান আসায় জলের তোড়ে ভেসে যান বহু মানুষ। প্রবল বৃষ্টির কারণে মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর ২৬ ফুট বেড়ে যায়। টেক্সাস প্রশাসন জানিয়েছে, এত দ্রুত জল বেড়ে যাবে, তা কল্পনাতীত। শনিবার পর্যন্ত ২৪টি দেহ উদ্ধার হলেও মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে।

একটি স্কুলের ছাত্রীরা ‘সামার ক্যাম্প’-এর জন্য নদীর ধারে তাঁবুতে থাকছিল। তাদের মধ্যে প্রায় ২৭ জনের এখনও কোনও খোঁজ মেলেনি। কেরভিল শহরের প্রশাসক ডালটন রাইস জানিয়েছেন, নিখোঁজের সংখ্যা ৪০-এর বেশি হতে পারে। উদ্ধারকাজে নেমেছে ইউএস কোস্ট গার্ড। আকাশপথেও চলছে তল্লাশি। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...