শীর্ষে বাংলা, সৌজন্যে বর্তমান প্রজন্ম

সম্পন্ন হল প্রথম দফার লোকসভার ভোট। জানা গেছে, পশ্চিমবঙ্গ থেকে এবার নতুন ভোটার হিসেবে ভোট দিচ্ছেন ২০,৬৭,৩০৩ জন| এনাদের প্রত্যেকের বয়সই ১৮ থেকে ১৯ এর মধ্যে| বাংলার পরেই এবার দ্বিতীয় স্থানে নিজেদের জায়গা পাকা করেছে রাজস্থান| সেখানকার ভোটার সংখ্যা ২০.৩ লক্ষ| তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ| তাদের ভোটার সংখ্যা ১৬.৬৭ লক্ষ| আর এর পরেই রয়েছে যথাক্রমে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র|

শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ভোটারের নাম নথিভুক্ত করে প্রথম স্থান অর্জন করেছে মুর্শিদাবাদ| সেখান থেকেই দুই লক্ষেরও বেশি নতুন ভোটারের নাম এবার তালিকায় সংযুক্ত হয়েছে| এর পরেই রয়েছে উত্তর ও দক্ষিন ২৪ পরগনা, নদিয়া এবং হুগলির নাম|  এই বছর জেলার তুলনায় কলকাতা শহর বেশ খানিকটা পিছনে চলে গেছে| এইবার কলকাতা থেকে মাত্র ৪০,৬৬৮ জন নতুন ভোটারের নাম নির্বাচন কমিশনের তালিকায় সংযুক্ত হয়েছে|    

   তবে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া রাজ্যে ভোট শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। পরবর্তী দফার ভোটও যাতে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়, সেটাই কাম্য।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...