প্রথমবার ডার্ক-কমেডি ছবিতে দেখা যাবে আলিয়াকে

এবার ডার্ক-কমেডি ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে আলিয়া ভট্টকে। তার নতুন ছবির নাম 'ডার্লিংস'। ছবির গল্পে রয়েছে রহস্য। আর এই পুরো রহস্য ঘিরে রেখেছে দুই নারী চরিত্রকে কেন্দ্র করে। আর মেয়ে। মেয়ের চরিত্রটি করছে আলিয়া ভট্ট। তার মায়ের চরিত্রে অভিনয় করেছেন শেফালি শাহ। এই প্রথমবার কোনও ডার্ক-কমেডি ছবিতে অভিনয় করলেন আলিয়া। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ছবিটি মুক্তি পাবে। তার আগে প্রকাশ্যে এসেছে ছবির টিজার। মাত্র দেড় মিনিটের টিজারে যেমন আলিয়াকে দেখা গিয়েছে তার সঙ্গে ভিডিয়োটির ব্যাকগ্ৰাউন্ডেও আলিয়ার গলার স্বর শোনা গিয়েছে। তবে টিজার দেখে ছবির গল্প সম্পর্কে বলা সম্ভব নয়।

কিন্তু থ্রিলার ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন অভিনেত্রী। যদিও ছবিতে আলিয়া ও শেফালি শাহ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিজয় ভার্মা এবং রোশন ম্যাথিউকে। ছবির গানে সুর দিয়েছেন সুরকার বিশাল ভরদ্বাজ। আর গানগুলি লিখেছেন গুলজার। পরিচালক জসমিত কেরিন, পারভেজ শেখ ও বিজয় মায়ুরা 'ডালিংস' ছবির গল্প লিখেছেন। এটা পরিচালক জসমিত কেরিনের প্রথম ছবি। আলিয়ার প্রোডাকশন হাউজ 'হাউজ ইটারনাল সানশাইন প্রোডাকশন' ও শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট সঙ্গে যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। প্রায় ৭৫ কোটি টাকায় ডার্লিংস' ছবির সত্ত্ব কিনেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। আগামী ৫ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স মুক্তি পাবে এই ছবি। কিন্তু তার আগেই দর্শকদের উৎসাহ বাড়িয়েছে ছবির টিজার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...