'বিক্রম বেদা'র টিজারে নতুন রূপে দেখা গেল বলিউডের গ্ৰিক গডকে

রোমাঞ্চ ও অ্যাকশনের মাধ্যমে দর্শকদের নজর কাড়তে বড় পর্দায় আসছে বলিউডের গ্ৰিক গড হৃত্বিক রোশন ও সইফ আলি খান বহু প্রতীক্ষিত ছবি 'বিক্রম বেদা'। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির টিজার। ১ মিনিট ৪৬ সেকেন্ডর এই টিজারে প্রথমবার অ্যান্টি হিরোর ভূমিকায় দেখা গেল হৃত্বিক রোশনকে। অন্যদিকে ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। সইফের চরিত্রের নাম বিক্রিম আর হৃত্বিকের চরিত্রের নাম বেদা‌। ছবিতে তিনি একজন গ্যাংস্টার। তাকে ধরতে গিয়ে নানা রোমাঞ্চকর অভিজ্ঞতা সম্মুখীন হতে হয় বিক্রমকে। বড়পর্দায় হৃত্বিক-সইফের এই যুগলবন্দী দেখার জন্য বহু দিন ধরে অপেক্ষা করছেন দর্শকরা। তবে এবার সেই অপেক্ষায় অবসান ঘটতে চলেছে কারণ আগামী ৩০ সেপ্টেম্বর প্রক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

ছবিতে হৃত্বিক ও সইফের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাধিকা আপতে, রোহিত শরফ, যোগীতা বিহানী আর শারিব হাসমির মতো অভিনেতাকে‌। ছবির পরিচালনা করেছেন পুষ্কর-গায়ত্রী। ছবিরও গল্পও তারা লিখেছেন। ছবির প্রযোজনা করেছে ভূষণ কুমার ও এস. শশীকান্ত। ফিল্মওয়ার্কস, জিও স্টুডিয়ো, ওআই এন ও টি স্টুডিয়োস প্রোডাকশন, টি-সিরিজ ও রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পাবে এই ছবি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...