‘মন বাজারে’ পুল পার্টিতে মাতলেন অনির্বাণ-অঙ্কুশ-রুদ্রনীল প্রিয়াঙ্কারা

হঠাৎ দেখলে মনে হবে, কোথায় কলকাতা! এতো থাইল্যান্ড। হলিডে মুডে রঙিন হয়ে উঠেছে পুলের সন্ধে। নীল জলে মাতোয়ারা তিন মূর্তি! সঙ্গে তাদের সঙ্গিনীরাও আছে! বৈশাখের সন্ধেয় কলকাতার উষ্ণতা যেন আরও কয়েক ডিগ্রি বেড়ে গিয়েছিল রাতারাতি! নিউটাউনের হোটেলে পুল পার্টিতে মেতেছিলেন অনির্বাণ-অঙ্কুশ-রুদ্রনীল সঙ্গে সোহিনী, প্রিয়াঙ্কারাও! দেখে মনে হবে ঠিক যেন থাইল্যান্ড!

এমন আবহেই সামনে এলো ‘মন বাজারে’। ‘আবার বিবাহ অভিযান’ ছবির নতুন গান। ২৫ মে বড়পর্দায় মুক্তির অপেক্ষায় ‘আবার বিবাহ অভিযান'। সামনে এলো ছবির নতুন গান ‘মন বাজারে'।  প্রসেনের লেখা গানে সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। গেয়েছেন সংগীতশিল্পী নাকাশ আজিজ। গানের দৃশ্যে দেখা গিয়েছে ছবির তিন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য,অঙ্কুশ হাজরা ও রুদ্রনীল ঘোষকে। ছবিতে রয়েছেন সোহিনী সরকার,প্রিয়াঙ্কা সরকার ও নুসরত ফারিয়া। দেখা যাবে সৌরভ দাসকেও। ‘আবার বিবাহ অভিযান’ ছবির পরিচালক সৌমিক হালদার।

সৌমিক হালদার পরিচালিত 'আবার বিবাহ অভিযান' র প্রেক্ষাপট থাইল্যান্ড। দজ্জাল বউদের কবল থেকে কিছুদিনের জন্য রেহাই পেতে থাইল্যান্ডে পাড়ি দেবেন রজত, গণশা ও অনুপম। মজা করতে গিয়ে কোন বিপদে পড়লেন তাঁরা আর কীভাবেই বা উদ্ধার পেলেন সেটা জানতে অপেক্ষা করতে হবে জামাই ষষ্ঠী পর্যন্ত।

২০১৯ সালে মুক্তি পেয়েছিল বিবাহ অভিযান। ছবিটি পরিচালনা করেন বীরসা দাশগুপ্ত। এটি তারই সিক্যোয়েল ছবি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...