লকডাউনে ছাত্র-ছাত্রী পুতুলরাই

লকডাউনে ছাত্র-ছাত্রী পুতুলরাই

করোনার গ্রাসে থমকে জীবন। ঘরবন্দী পৃথিবী। স্কুল পাঠশালা কবে যে খুলবে তার কোনও ঠিক নেই। অনলাইনে ক্লাস চললেও ক্লাস রুমে দিদিমনিদের মিঠে-কড়া আদর বকুনি যে বাদ পড়ে যাচ্ছে। ছাত্র ছাত্রীদের মন খারাপ। মন খারাপ শিক্ষক-শিক্ষিকাদেরও।

এই মন খারাপ কাটাতেই অভিনব পথ বের করে করেছেন নেদারল্যান্ডের হার্লেম প্রদেশের ব্যাভিনক কিন্ডারগার্টেন স্কুলের এক শিক্ষিকা।

স্কুলের কচি কাঁচাদের জন্য বেজায় মন খারাপ করছিল। তাই মিস ইনকবার্গ নামের ওই শিক্ষিকা প্রিয় ছাত্রছাত্রীদের অনুকরণে ২৩ টি পুতুল তৈরি করেন।

কেউ হাসিখুশি, কেউ গম্ভীর, কেউ দুষ্টু, কেউ মিষ্টি, স্কুলে তাদের ঠিক যেভাবে দেখেছিলেন ঠিক সেভাবেই রূপ দিয়েছেন তুলো আর কাপড়ে। এমনকি চোখের চশমা, মাথায় রিবনের ফুলটি পর্যন্ত অবিকল।

পুতুল তৈরির পর ছবি তুলে ছাত্রছাত্রীদের পাঠান দিদিমণি। কাউকে নাম বলে দিতে হয়নি। পুতুলদের দেখেই তারা চিনে নিতে পেরেছিল নিজেদের। লকডাউনের মন খারাপে এমন 'গিফট' পেয়ে চার দেওয়ালে বন্দি শিশুরা প্ৰচন্ড খুশি। তারা তাদের প্রিয় শিক্ষিকার কাছে শিখতে চেয়েছে পুতুল তৈরির বিদ্যে। মিস ইনকবার্গ তো ছাত্রছাত্রীদের আবদারে এক কথায় রাজি। তিনি অনলাইনে শিখিয়েও দিয়েছেন মন ভালো রাখার জাদু বিদ্যে!

এটা শেয়ার করতে পারো

...

Loading...