Tata upcoming cars 2024: বাজারে গ্রাহকদের জন্য টাটা আনছে তিনটে নতুন গাড়ি! জেনে নিন গাড়ির নাম

গত বছর অর্থাৎ ২০২৩ সালে গ্রাহকদের জন্য বেশ কয়েকটি নতুন গাড়ি ও এসইউভি লঞ্চ করেছিল টাটা মোটরস সংস্থা। নতুন বছর আসতেই, থামেনই তারা! ২০২৪ সালে একাধিক নতুন চার চাকা আনতে চলেছে কোম্পানি। তার মধ্যে ২টো গাড়ি হচ্ছে এসইউভি এবং একটি হ্যাচব্যাক। দেখা গিয়েছে যে এই গাড়িগুলির মধ্যে একটি সিএনজি ও একটি ইভি রয়েছে।

চলুন তাহলে এই গাড়িগুলির বিষয়ে পুরোপুরি জেনে নেওয়া যাক।

প্রথমেই বলা যাক, ‘টাটা নেক্সন সিএনজি’-র কথা।

চলতি বছরের শুরুর দিকে, অর্থাৎ জানুয়ারি মাসে এই গাড়িটি উন্মোচন করেছে টাটা। তবে, এটা প্রথম নয়, ইতিমধ্যে দেশের প্রথম অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত সিএনজি গাড়ি উন্মোচন করে ফেলেছে টাটা মোটরস। সেই দুই গাড়ি হল টাইগার সিএনজি এবং টাটা টিয়াগো। এবার এই সুবিধেটা রয়েছে নেক্সনেও।

সম্প্রতি ভারতের অন্যতম জনপ্রিয় কম্প্যাক্ট SUV টাটা নেক্সন। এতে থাকবে ফ্যাক্টরি ফিটেড টারবো চার্জ সিএনজি প্রযুক্তি, যা পারফরম্যান্সের সঙ্গে দুর্দান্ত মাইলেজ দিতে সাহায্য করবে। এছাড়া থাকবে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন সঙ্গে টার্বো চার্জ সিএনজি সিলিন্ডার। তবে আলাদা নতুন কোনও ফিচার্স এই গাড়িতে থাকবে না। বর্তমানে এই মডেলের তুলনায় ১ লাখ টাকা বেশি দাম থাকতে পারে।

এরপরেই বলা যাক, ’টাটা অলট্রোজ রেসার’ গাড়ির কথা। ইতিমধ্যে বাজারে এই গাড়িটিও উন্মোচন করে ফেলেছে টাটা মোটরস। একটা স্পোর্টি লুক নিয়ে এসেছে এই গাড়িটি। ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন পাওয়া যাবে যার সর্বোচ্চ ১২০ হর্সপাওয়ার শক্তি তৈরি করবে। অন্যান্য মডেলের তুলনায় ১০হর্সপাওয়ার বেশি এই গাড়িতে। এছাড়া মিলবে ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। আগামী মাসের জুন মাসে বাজারে এই গাড়িটি লঞ্চ করতে পারে টাটা মোটরস।

কোম্পানির বহু প্রতীক্ষিত একটি চার চাকা এই ‘টাটা কার্ভ’। জানুয়ারিতে গাড়িটি প্রথম সামনে আনে টাটা সংস্থা। জুনে লঞ্চ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দিয়েছে কোম্পানি। আপাতত সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে এই চার চাকা। এই গাড়িতে অন্যান্য গাড়ি থেকে বেশ নতুনত্ব থাকবে। কুপ ডিজাইনের সঙ্গে পাওয়া যাবে স্মার্ট ফিচার্স। এছাড়া পেট্রল-ডিজেলের পাশাপাশি ইলেকট্রিক ব্যাটারিতেও বিক্রি হবে এই টাটা কার্ভ গাড়িটি।

১.২ লিটার পেট্রোল ইঞ্জিন থাকবে যা সর্বোচ্চ ১২৫ হর্সপাওয়ার শক্তি তৈরি করবে। এই গাড়িতেও টার্বো পেট্রোল ইঞ্জিন পাওয়া যাবে। সঙ্গে ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিনের বিকল্প মিলবে এই গাড়িতে। যে ইলেকট্রিক ভ্যারিয়েন্ট আসবে তাতে ফুল চার্জে ৪৫০ থেকে ৫০০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যেতে পারে।

চলতি বছরে এই গাড়ি যদি বাজারে লঞ্চ না হয়, তাহলে ২০২৫ সালের প্রথম দিকেই বাজারে আস্তে চলেছে টাটা কার্ভ।

কি ভাবছেন? কোন গাড়িটা আনবেন বাড়িতে? চটপট ঠিক করে ফেলুন কোন গাড়িটি কিনবেন। এছাড়া এই গাড়িগুলির বিষয়ে কী আপনি আরও জানতে চান? তাহলে বিশদে জেনে নিন টাটা ডিলাদের সঙ্গে।

ব্যানার্জি টাটা:

শোরুমগুলি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, সুরি, রামপুরহাট এবং কানলায় অবস্থিত।

ফোনের মাধ্যমে যোগাযোগ করতে হলে এই নম্বরে কল করুন - +91 74777 92320

এটা শেয়ার করতে পারো

...

Loading...