গ্রাহকদের সামনে প্রকাশ্যে Tata Punch EV, রয়েছে নতুন ফিচার! কত দামে পাবেন এই গাড়ি?

এ জগতে বৈদ্যুতিক গাড়ির মাঝে টাটা মোটরস একের পর এক নতুন গাড়ি আনছে গ্রাহকদের কাছে। কিছু মাস আগেই টাটা গ্রুপের এক গাড়ি প্রস্তুতকারী সংস্থা এই সমস্ত বৈদ্যুতিক গাড়ির জন্য আলাদা শো-রুম উদ্বোধন করেছেন।

ভারতের ICE এবং EV দুই ধরনের গাড়ির বাজারে একপ্রকার ঝড় শুরু করেছে Tata Motors। এই মুহুর্তে সেফটি রেটিংয়ে টাটার গাড়িগুলির আশে পাশে কেউ নেই। এছাড়া এই গাড়িগুলির দামও অন্যান্য প্রতিযোগী সংস্থার তুলনায় অনেকটাই কম। এবার গ্রাহকদের সামনে প্রকাশ্যে আনল টাটা ev আরও একটি বৈদ্যুতিক গাড়ি- Tata Punch EV ।

জানা গিয়েছে যে সেগমেন্টের বিচারে Tata Nexon EV-র নীচে রয়েছে এই Tata Punch EV। তবে, ফিচারের তুলনা করলে, এই দামের রেঞ্জে, টাটার অন্যান্য বৈদ্যুতিন গাড়ির তুলনায় অনেক নতুন ফিচার রয়েছে এই মডেলে। দেখে নেওয়া যাক নতুন ফিচারগুলি —

প্রথমেই বলা যাক যে Tata Punch EV-te Frunk বা লাগেজ স্পেস রয়েছে সামনে। এছাড়া গাড়ির সামনে সামনে অন্যধরনের চার্জিং ফ্ল্যাপ (Charging Flap) রয়েছে।

একেবারে নতুন আর্কিটেকচারের উপর তৈরি করে হয়েছে এই গাড়িটিকে। জানা গিয়েছে এই Tata Punch EV গাড়িটি অ্যাডভান্সড Pure EV architecture- acti.ev -এর উপর তৈরি হয়েছে।

Banerjee Tata Showroom

এছাড়া এটি ডিজাইনের দিক থেকেও বেশ নজর কেড়েছে। Nexon EV-এর বেশকিছু ডিজাইন এখানে দেখা গিয়েছে। যেমন Punch ev-তে রয়েছে চওড়া এলইডি লাইট বার (full width LED light bar)। এছাড়া রয়েছে Aero Efficiency Wheels। গাড়িতে বাম্পারের ডিজাইনেও বেশ  নতুনত্ব এনেছে টাটা। তবে, গাড়ির পিছনদিকের ডিজাইন (rear styling) সাধারণ Punch-এর মতোই রাখা হয়েছে।

এছাড়াও একাধিক নতুন ফিচার রয়েছে টাটা পাঞ্চ গাড়িতে। যেমন ভেন্টিলেটেড আসন (ventilated seats), ৩৬০ ডিগ্রি ক্যামেরা, অ্যারকেড অ্যাপ স্যুট (Arcade app suite), ডিসি ফাস্ট চার্জিংয়ের (DC fast charging) ব্যবস্থা-র মত বহু নতুন ফিচারের সাথে নতুনত্ব করেছে এই গাড়িকে। অন্যদিকে, ড্যাশবোর্ডেও অন্যরকম লুকস দিয়েছে Tata Punch EV। জানা গিয়েছে যে এই ড্যাশবোর্ডে রয়েছে আরও একটু বড় স্ক্রিন। সেই স্ক্রিনের সাইজ ১০.২৫ ইঞ্চি। এছাড়া রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। 

বেশ প্রিমিয়াম অন্দরসজ্জা দিয়েছে Tata Punch EV গাড়িতে। দেখা যাচ্ছে যে এই গাড়িতে যা ফিচার রয়েছে তা দামের দিক থেকে অন্যান্য বৈদ্যুতিন গাড়ির থেকে অনেকটাই বেশি।

আরও জানা গিয়েছে যে টাটার নতুন এই বৈদ্যুতিক গাড়িতে ২৫kWh এবং ৩৫kWh-এর ব্যাটারি প্যাক রয়েছে,যার রেঞ্জ মোটামুটি ৩৫০-৪৫০ কিলোমিটারের মতো। 

কিন্তু ভাবছেন বুকিং করতে কত খরচা পড়বে? ২১০০০ টাকা থেকে শুরু হয়েছে Tata Punch EV-এর বুকিং। জানা গিয়েছে যে Tata.ev হওয়ার পরে Tata Punch EV গাড়ি হচ্ছে এদের প্রথম লঞ্চ।

প্রসঙ্গত, চলতি বছর আরও বেশ কিছু বৈদ্যুতিক গাড়ি আনতে চলেছে টাটা মোটরস, সেগুলির মধ্য়ে রয়েছে Curvv ev, Harrier EV, আরও অনেক গাড়ি।

টাটা মোটরসের বিষয়ে আরও জানতে চান? তাহলে যোগাযোগ করুন এই টাটা ডিলারের সাথে।

ব্যানার্জি টাটা:

শোরুমগুলি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, সুরি, রামপুরহাট এবং কানলায় অবস্থিত।

ফোনের মাধ্যমে যোগাযোগ করতে হলে এই নম্বরে কল করুন - +91 74777 92320

এটা শেয়ার করতে পারো

...

Loading...