প্রকাশ্যে এল Tata Curvv-এর সমস্ত ধরণের তথ্য, কবে বাজারে আসতে চলেছে এই আধুনিক গাড়ি?

টাটা মোটরসের কার্ভ (Tata Curvv), একটি অনেকদিনের প্রত্যাশিত কুপ এসইউভি (SUV) এই বছরের শেষের দিকে বাজারে লঞ্চ করতে চলেছে। বৈদ্যুতিক (EV) এবং অভ্যন্তরীণ দহন ইঞ্জিন (ICE) উভয় সংস্করণে প্রস্তুত হচ্ছে৷

সম্প্রতি, এই স্পাই শটগুলি গাড়ির ভিতর এবং বাইরের দিকের একটি ঝলক দেখা গিয়েছে। ফলে, নতুন ডিজাইনের এই গাড়ি দেখে বেশ উত্তেজনা তৈরি করেছে সকলের মধ্যে। প্রকাশ্যে এসেছে নতুন ফিচার এবং বৈশিষ্ট্যগুলি।

জানা গিয়েছে যে ২০২৪ সালের টাটা কার্ভ নেক্সনের ইন্টেরিয়ারের সাথে অনেক মিল রয়েছে। এক ঝলকে দেখা নেওয়া যাক সমস্ত বৈশিষ্ট্যগুলি-

প্রথমেই জেনে নেওয়া যাক গাড়ির ইন্টেরিয়ার বৈশিষ্ট্যগুলি-

এই গাড়িতে একটি ব্যাকলিট টাটা লোগো সহ টু-স্পোক স্টিয়ারিং হুইল রয়েছে। ড্যাশবোর্ডটি বেগুনি রঙের তৈরি এবং একটি ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম রয়েছে। ড্রাইভারদের সুবিধার জন্য একটু সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টাচ ভিত্তিক এসি কন্ট্রোল এবং একটি অটো ডিমিং IRVM রয়েছে। যাত্রীদের জন্য উন্নতমানের এ-পিলার মাউন্ট ছোট স্পিকার সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে। 

এবার আসা যাক টাটা কার্ভের বাইরের বৈশিষ্ট্যগুলি-

জানা গিয়েছে যে, টাটা কার্ভ গাড়িতে থাকছে বিভক্ত হেডল্যাম্প, ফলে গাড়ির বাম্পারগুলিতে একটি সমসাময়তা বজায় রাখে। এছাড়া দরজার হ্যান্ডেলগুলি ফ্ল্যাশ-ফিটিং পদ্ধতিতে তৈরি হয়েছে। অন্যদিকে, রয়েছে আধুনিক LED টেল লাইট, ফলে গাড়ির পিছনের ডিজাইনে একটি আধুনিকতা স্পর্শ করেছে।

এছাড়াও গাড়ির বাইরে রয়েছে একটি হাঙ্গর-ফিন অ্যান্টেনা। ডিজাইনার বাম্পার মাউন্ট করা নম্বর প্লেট দেওয়া হয়েছে।

Banerjee Tata Bardhaman

কার্ভ গাড়িতে থাকছে নতুন ব্ল্যাক আউট অ্যালয় হুইল, ফলে আরও উন্নতমানে স্পোর্টি হয়ে উঠছে। এছাড়াও এই কার্ভে-এর উচ্চতার ভেরিয়েন্টগুলি একটি বৈদ্যুতিক সানরুফের সাথেই আসবে বলে আশা করা গিয়েছে। 

পরিবেশ-সচেতন গ্রাহকদের জন্য, টাটা মোটর-এর কার্ভ আধুনিকতা নিয়ে একেবারে প্রস্তুত। ফলে, দীর্ঘ পরিসরের বৈদ্যুতিক পাওয়ারট্রেন ব্যবহার করে। জানা গিয়েছে যে কার্ভে একটি ১.২ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন থাকবে। যা গাড়িটির ক্ষমতা এবং দক্ষতার ভারসাম্য প্রদান করে। এছাড়াও ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন থাকবে, যা ম্যানুয়াল এবং স্বয়ংস্ক্রিয় ট্রান্সমিশনের সাথে যুক্ত থাকবে।  

এছাড়া যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ৬টি এয়ারব্যাগস রাখা হয়েছে গাড়িতে।

কিন্তু বাজারে কবে আসছে টাটা কার্ভ? জানা গিয়েছে টাটা মোটরস ২০২৪ সালের জুলাই মাসে আনতে চলেছে টাটা কার্ভকে।

টাটা মোটর-এর আধুনিক বৈশিষ্ট্যগুলির ব্যপারে আরও জানতে হলে টাটা মোটরস ডিলারশিপের সাথে সরাসরি যোগাযোগ করুন। নীচে যোগাযোগের সমস্ত তথ্য বিস্তারিত রইল-

ব্যানার্জি টাটা:

শোরুমগুলি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, সুরি, রামপুরহাট এবং কানলায় অবস্থিত।

ফোনের মাধ্যমে যোগাযোগ করতে হলে এই নম্বরে কল করুন - +91 74777 92320

তাহলে আর দেরি না করে এখনই টাটা মোটরস ডিলারদের জন্য বিস্তারিত যোগাযোগ করুন!

এটা শেয়ার করতে পারো

...

Loading...