Tata Motors News: এবার টাটার গাড়িতেও মিলবে প্রায় ৬০ হাজার টাকা পর্যন্ত ছাড়, কোন কোন গাড়ি রয়েছে এই তালিকায়?

মাঝে মাঝেই ভারতের গাড়ি নির্মাতা সংস্থাগুলি ক্রেতাদের জন্য গাড়ির বিভিন্ন মডেলে ছাড় ঘোষণা করেন। এর আগে মার্চ মাসে প্রচুর ছাড় ঘোষণা করেছিল কিছু কিছু গাড়ি নির্মাতারা সংস্থা।

এবার সেই তালিকায় যুক্ত হল টাটা মোটরস। বর্তমানে সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি তালিকায় শীর্ষে আছে টাটা পাঞ্চ। গ্রাহকদের কাছে জনপ্রিয়তাও সবচেয়ে বেশি এই গাড়ি। জানা গিয়েছে এবার তাঁরা তাঁদের মডেলে বিপুল ছাড় ঘোষণা করেছে। এই ছাড় থাকবে মে মাস পর্যন্ত। প্রায় ৬০ হাজার টাকা পর্যন্ত সস্তা হয়ে যাবে গাড়ির দাম।

তাহলে চলুন দেখে নেওয়া যাক, টাটা মোটরসের কোন মডেলে কত ছাড় পাওয়া যাবে।

প্রথমেই রয়েছে টাটা টিয়াগো। এন্ট্রি লেভেলের এই টাটার মডেলে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে বলেই জানা গিয়েছে। তবে সব ভ্যারিয়েন্ট নয়, এই গাড়ির XT, XZ এই ভ্যারিয়্যান্টগুলির জন্যেই উপলব্ধ হবে এই ছাড়। এর মধ্যে রয়েছে ৪৫ হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১০ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৫০০০ টাকার কর্পোরেট বেনিফিট রয়েছে।

শুধু তাই নয়, টাটা টিয়াগোর সিএনজি ভার্সনেও মিলবে ছাড়। ২৫ হাজার টাকা এবং পেট্রোল ভার্সনে ৩৫ হাজার টাকা ছাড় মিলবে বলে জানা গিয়েছে।

এরপরে রয়েছে টাটা টিগর। XZ+ ও XM ভ্যারিয়্যান্টগুলির জন্য টাটা টিগরের মডেলে পাওয়া যাবে প্রায় ৫৫ হাজার টাকা পর্যন্ত ছাড়। ৪০ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট, ১০ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৫০০০ টাকার কর্পোরেট বেনিফিট রয়েছে এর মধ্যে। এছাড়া টাটা টিগরের অন্য ভার্সনগুলিতেও ছাড় মিলবে। কিন্তু এই মডেলের সিএনজি ভার্সনের ক্ষেত্রে কোনও ছাড় পাওয়া যাবে না। 

টাটা অ্যালট্রোজ। এই মাসে আপনি যদি টাটার এই মডেল কেনেন তাহলে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অ্যালট্রোজের সিএনজি ভার্সন কিনলে আপনি  ৩৫ হাজার টাকার ছাড় পাবেন। এক্ষেত্রে নগদ ছাড় পাওয়া যাবে ২০ হাজার টাকার।

ছাড়ের তালিকা থেকে বাদ যায়নি সকলের প্রিয় টাটা নেক্সন। টাটার এই মডেলটিও ভারতীয় বাজারে বেশ জনপ্রিয়। টাটা নেক্সনের অনেকগুলি ভার্সন আছে। এর মধ্যে টাটা নেক্সনের ডিজেল ভার্সনগুলিতে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া এই একই গাড়ির পেট্রোল ভার্সনে ১০ হাজার টাকার ছাড় মিলবে। ৫০০০ টাকার কর্পোরেট বেনিফিটের সুবিধাও মিলবে এর মধ্যে। 

তাহলে কী ভাবছেন, দেরি না করে শ্রীঘই কিনে ফেলুন টাটার যেকোনও এই গাড়ি। আরও জানতে চাইলে, যোগাযোগ করুন টাটা এই ডিলারদের সঙ্গে। রইল তাঁদের যোগাযোগের সমস্ত তথ্য।  

ব্যানার্জি টাটা:

শোরুমগুলি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, সুরি, রামপুরহাট এবং কানলায় অবস্থিত।

ফোনের মাধ্যমে যোগাযোগ করতে হলে এই নম্বরে কল করুন - +91 7477792320

এটা শেয়ার করতে পারো

...

Loading...