Tata Curvv Launch: এই পুজোতেই আসতে চলেছে টাটা কার্ভ, নতুন কি চমক রয়েছে গ্রাহকদের জন্যে?

টাটার নতুন গাড়ি কার্ভে পাওয়া যাবে একাধিক বিকল্পে। শুধু ইভি নয়, পেট্রোল এবং ডিজেলেও মিলবে এই গাড়ি।

অনেকেই মনে করছেন যে টাটা মোটরসের সবথেকে বড় লঞ্চ হতে পারে এই গাড়ি। ২০২৪ সালের প্রথম দিকেই এই গাড়ির লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু হয়েনি। শোনা যাচ্ছে এই গাড়ি লঞ্চ হবে উৎসব মরশুমে। রিপোর্ট থেকে জানা গিয়েছে যেীই গাড়ি প্রথম ইভিতে লঞ্চ হবে। তারপরে লঞ্চ হবে পেট্রোল এবং ডিজেল ভ্যারিয়েন্টে।

কিন্তু কবে আসতে চলেছে এই গাড়ি? জানা গিয়েছে টাটা কার্ভ ইভি লঞ্চ হতে পারে চলতি বছরের সেপ্টেম্বর মাসে।

জানা গিয়েছে ইলিকট্রিক ভার্সনে এই গাড়িটি সিঙ্গেল চার্জে ৪৫০ থেকে ৫০০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। টাটাদের নতুন Gen 2 acti.ev আর্কিটেকচারের উপর তৈরি হবে কার্ভ।

এছাড়াও এই চার চাকা গাড়িতে থাকবে একাধিক কানেক্টিভিটি ফিচার্স। জানা গিয়েছে পেট্রোল ভার্সনে থাকবে নতুন ১.২ লিটার তিন সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন। সঙ্গে থাকবে ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন। অন্যদিকে, ডিজেলের ক্ষেত্রে নেক্সনের ১.৫ লিটার চার সিলিন্ডার ডিজেল ইঞ্জিন ব্যবহার করতে পারে এই গাড়ি।

তবে চমক রয়েছে অন্য জায়গায়। ইভি, পেট্রোল এবং ডিজেল ভ্যারিয়েন্টে টাটা কার্ভকে দেখা যাবে। তবে ভারতে লঞ্চ হতে পারে আরও এক ভ্যারিয়েন্ট। সেটা হল সিএনজি। আয়তনের দিক দিয়ে এই গাড়ি টাটা নেক্সনের থেকে ৩১৩ মিলিমিটার লম্বা হতে পারে। এছাড়া এই গাড়ি সব ধরনের ইঞ্জিন মিলিয়ে বার্ষিক ৮০,০০০ বিক্রির লক্ষ্যমাত্রা রেখেছে।

টাটা মোটরস এবং স্টেলানটিসের যৌথ উদ্যোগে রঞ্জনগাঁওয়ে তৈরি হবে বলে জানা গিয়েছে। টাটা মোটরসই ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে এখনও পর্যন্ত শীর্ষস্থানে এগিয়ে রয়েছে। সেই ভ্যারিয়েন্টের লাইন আপে রয়েছে নেক্সন ইভি, টিয়াগো ইভি এবং পাঞ্চ ইভির মতো মডেলগুলি।

ইতিমধ্যে এই গাড়িকে টেক্কা দিতে রয়েছে আসন্ন হুন্ডাই ইভি এবং মারুতি ইভিএক্স।

জুন মাসে লঞ্চ করার কথা ছিল এই গাড়ির। কিন্তু পুজো অবধি পিছিয়ে দেওয়া হয়েছে সেই লঞ্চ ডেট। কিন্তু কেন? এই বিষয়ে সংস্থা জানিয়েছে যে গাড়ি ডেলিভারি এবং উৎপাদন পরিকাঠামো নিশ্চিত করতে চাইছে টাটা মোটরস। যে কারণে তাড়াহুড়ো করতে রাজি নয় তাঁরা।

তবে থেমে নেই টাটা। জুনে কার্ভ লঞ্চ না করতে পারলেও, অন্য একটি গাড়ি বাজারে আনতে চলেছে টাটা মোটরস। সেটি হল টাটা অলট্রোজ রেসার এডিশন। ৫ সিটার হ্যাচব্যাক সহ আকর্ষণীয় স্পোর্টি লুক, সানরুফ, স্মার্ট কানেক্টিভিটি ফিচার্স নিয়ে আসতে চলেছে এই গাড়ি। তবে, কত দাম এখনও জানা যায়নি।

কী ভাবছেন? আরও জানতে চান এই বিষয়ে? তাহলে এখনই যোগাযোগ করুন এই টাটা ডিলারদের সঙ্গে।

ব্যানার্জি টাটা

শোরুম অবস্থিত বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, সুরি, রামপুরহাট এবং কানলায়।

কল করুন এই নম্বরে- +91 7477792320

এটা শেয়ার করতে পারো

...

Loading...