ক্যান্সারেও অদম্য সাহস আর পজেটিভ চিন্তাধারা

গতকাল হয়ে গেল বিশ্ব ক্যান্সার দিবস, ৪ঠা ফেব্রুয়ারী| আজ তার পরের দিন সবাই নিজের কাজে মগ্ন| তবে কিছু অনুপ্রেরণার কথা আমাদের জেনে রাখা উচিত যা বিপদের সময় আমরা মনে করে নিজের মনকে শক্ত করতে সক্ষম হব| এই দিন বহু লোকে স্টেটাস দেয়, অনেক রাজনৈতিক প্রতিনিধিরা এবং সেলেব্রিটিরা মোটিভেশনাল স্পীচ দেয়| আর সাধারণ মানুষ তা থেকে প্রভাবিত হয়| কিন্তু যদি কোনো ক্যান্সার আক্রান্ত মানুষ কোনো কিছু পজিটিভ বলে তাহলে সেটা বেশি কার্যকরী| এমনই একটি অনুপ্রেরণাপূর্ণ পোস্ট প্রকাশিত হয়েছে|

একজন বলিউড অভিনেতার স্ত্রী! আন্দাজ করতে পারছেন  নিশ্চয়ই কার কথা বলা হচ্ছে| অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ, তিনি রেডিও প্রোগ্রামার হিসাবেই  বেশি পরিচিত, এছাড়াও টফিনামক একটি শর্ট ফিল্মের পরিচালনা করেনা তিনি, আরো একটি বাণিজ্যিক ছবির পরিচালনায় তাঁকে দেখা যাবে|

সূত্রের হিসাবে, প্রায় ৬ মাস আগে জানা যায় তিনি 'স্টেজ জিরো ব্রেস্ট ক্যান্সার'-এ আক্রান্ত| তবে তখন থেকেই এই জুটি লেগে পরেন ক্যান্সারের মোকাবিলায়| নিজেকে অ্যাঞ্জেলিনা জুলির হাফ ভারতীয় ভার্সন বলে সম্বোধন করেছেন| পজিটিভ চিন্তা নিয়ে চিকিৎসা শুরু করেন তাহিরা| অস্ত্রোপচারও হয়, কিন্তু এখন তিনি অনেকটাই সুস্থ|

বিশ্ব ক্যান্সার দিবস পালনে তিনি সকলকে অনুপ্রেরণামূলক বার্তা দেন সোশ্যাল মিডিয়াতে তাঁর একটি ছবিসহ| ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁর অস্ত্রোপচারের দাগ|

তাঁর মতে সবাই এই দিনটি নিজের মত করে পালন করছে, আর তিনিও এটি পালন করছেন, কারণ এটি তাঁর দিন| সমাজে ক্যান্সারকে একটি নেগেটিভ দিক হিসেবে  দেখা হয়| তবে কেউ পারফেক্ট নয় এই পৃথিবীতে তাই তিনি তার সমস্ত দাগসহ নিজেই  নিজের কাছে গর্বিত, এই ছবিটি পোস্ট করা তাঁর কাছেও কঠিন ছিল| কিন্তু ক্যান্সারকে  নিজে দুর্বলতা না বানিয়ে, পজিটিভ মস্তিস্কে স্পিরিট জাগিয়ে তুলে ক্যান্সারের মোকাবিলা করার কথা বলেছেন তিনি|

তাঁর এই অদম্য সাহস আর পজিটিভ চিন্তাধারাকে সমর্থন করে, শুভ-কামনা রইলো জিয়ো বাংলার তরফ থেকে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...