থাইরয়েডের সমস্যার কিছু লক্ষণ

মানবদেহের স্বরনালীর পাশে অবস্থিত দুটি ছোট গ্রন্থি বিশেষই হল থাইরয়েড এই গ্রন্থির কাজ হলো শরীরের জন্য অত্যন্ত উপকারী কিছু হরমোন নিঃসৃত করা কিন্তু কখনো কখনো এই হরমোনের বাড়া কমায় শরীরে তৈরী হয় নানা রোগ হরমোন নিঃসরণের পরিমান বেড়ে গেলে হয় হাইপার থাইরয়েডিজম এবং পরিমানের থেকে কম হরমোন নিঃসৃত হলে হতে পারে হাইপো থাইরয়েডিজম হাইপার থাইরয়েডিজমের ফলে হতে পারে গ্রেভ ডিজিজ অন্যদিকে থাইরয়েড কম নিঃসরণে হতে পারে কোষ্টকাঠিন্য থেকে শুরু করে নানান সমস্যা চলুন আজ জেনে নেওয়া যাক এই রোগের কিছু লক্ষণ হঠাৎ করে ওজন বৃদ্ধি বা হ্রাস পেলে যদি তা ইচ্ছাকৃত না হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন থাইরয়েডের সমস্যা থেকে ওজন বৃদ্ধি বা হ্রাস হতে পারে অতিরিক্ত চুল পড়া, রুক্ষ চুল প্রভৃতি হতে পারে থাইরয়েডের লক্ষণ হাইপো থাইরয়েডের ফলে ফুলতে পারে গলা সারাক্ষন শরীরে অবসন্ন ভাব এবং দুশ্চিন্তা মাথায় ঘুরতে থাকলে অবশ্যই থাইরয়েড পরীক্ষা করানো উচিত ত্বক শুস্ক এবং ভঙ্গুর নখ থাইরয়েডের সমস্যার লক্ষণগুলির মধ্যে অন্যতম এই সব লক্ষণ যদি দেখতে পান তবে অবশ্যই অপেক্ষা না করে একবার ডাক্তার দেখিয়ে নিন 

এটা শেয়ার করতে পারো

...

Loading...