গরমের জ্বালা জুড়োতে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের জন্য তৈরি হবে সুইমিং পুল

গরমের হাত থেকে বাঁচতে একে একে সুইমিং পুলে ভিড় জমাচ্ছে লারা, পিকি, ডিঙ্গো, কপাররা | ভাবছেন এরা কারা | না আমার আপনার মত মানুষ না হলেও জলে নেমে হুটোপুটি করতে এরা আমাদের চেয়ে কম যায় না| এরা হলো কলকাতা পুলিশে ডগ স্কোয়াডের সদস্য| তবে চারপেয়ে হলেও তাদের আদর যত্নের ত্রুটি রাখেনি কলকাতা পুলিশ | এবার তাদের গরমের হাত থেকে রেহাই দিতে আগামী বছর ডগ স্কোয়াডের গোল্ডেন জুবিলির সূচনা হওয়ার আগে একটি সুইমিং পুল তৈরির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ |

গত বছরই  মে মাসের গরমে ডগ স্কোয়াডের সদস্যদের জন্য সুইমিং পুলের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন পুলিশ কর্তারা| তাঁরা লক্ষ্য করতেন কাঠাফাটা রোদে কঠোর পরিশ্রমের পরে, বিকেলে ক্লান্ত কুকুররা মাঠের পাশের কম্যান্ডো ট্রেনিং এর জলাশয়ের দিকে ছুটে যাচ্ছিল | তা দেখেই পাকাপাকি ভাবে সুইমিং পুল তৈরির কথা ভাবনা চিন্তা শুরু হয়ে যায় |সাঁতার কাটার কুকুরের জন্য আলাদা পুলের জন্য বছরের শুরুতে ১২ লক্ষ টাকার অনুমোদন পেয়েছে ডগ স্কোয়াড| জয়েন্ট সিপি (অপরাধ) মুরলিধর শর্মা জানিয়েছেন, এই পরিকল্পনাটি কার্যকর করার জন্য টেন্ডার ডাকা হয়েছে। ছাদ সহ সম্পূর্ণ পুলটি ৭৫ মিটার দীর্ঘ হবে এবং পুলের তলদেশ সিরামিক টাইল দিয়ে বানানো হবে| যাতে কুকুরগুলি কোনভাবে যাতে আঘাত না লাগে তার জন্য সমস্ত দিক মসৃন করে তৈরী করা হবে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন|

বর্তমানে ডগ স্কোয়াডে বিভিন্ন জাতের ৪৮ টি কুকুর রয়েছে - ল্যাব্রাডর, ডোবারম্যান, জার্মান শেফার্ড , গোল্ডেন রিট্রিভার, রটওয়েলার এবং একটি বিগল| এদের মধ্যে ল্যাব্রাডর, জার্মান শেফার্ড  প্রজাতির কুকুররা সাঁতার কাটতে পছন্দ করে |  এদের প্রত্যেককেই একাধিকবার পুলে নিয়ে যাওয়া হবে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...