Swastika Mukherjee: এবার সিনেমায় গান গাইবেন অভিনেত্রী স্বস্তিকা! কোন ছবিতে গান গাইবেন তিনি?

টলিউডের অন্যতম অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রথম থেকেই নতুন ধরণের চরিত্রে অভিনয় করে দর্শকদের উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের দক্ষতার প্রমাণ দিয়ে বারবার অনুরাগীদের মুগ্ধ করেছেন তিনি। এবার এক নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে। এমনটাই গুঞ্জন চলছে টলিপাড়ায়। শোনা যাচ্ছে এই প্রথমবার বাংলা ছবিতে গান গাইবেন স্বস্তিকা। তাও আবার রবীন্দ্রসঙ্গীত!

শোনা যাচ্ছে অরিন্দম ভট্টাচার্যের পরিচালিত আসন্ন ছবি, ‘দুর্গাপুর জংশন’-এ প্লেব্যাক করতে চলেছেন অভিনেত্রী।

কিন্তু কোন গান গাইবেন স্বস্তিকা? 

সুত্র থেকে জানা গিয়েছে অভিনেত্রীর কণ্ঠে শোনা যাবে ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার…’ গানটি। এই গানটি যুক্ত রয়েছে স্বস্তিকা অভিনীত চরিত্রে কোনও অতীতের স্মৃতির সঙ্গে। শিল্পশহর দূর্গাপুরের কিছু রহস্যজনক ঘটনার জেরেই সেখানে হচ্ছে একের পর এক খুন। এই খুনের কিনারা করতেই উদ্যোগ নেবে এক সাংবাদিক। সেই সাংবাদিকের চরিত্রেই ‘দুর্গাপুর জংশন’ ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা।

এর আগে সিনেমায় কোনও দিনও গান গায়নি স্বস্তিকা। তবে, ছোটবেলা থেকেই গানের প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে তাঁর। বাবা সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে মিলে রবীন্দ্রসঙ্গীতও গেয়েছেন তিনি। ফলে, পরিচালকের প্রস্তাব পেতে এক কথায় নাকি রাজি হয়ে যান অভিনেত্রী। শোনা গিয়েছে যে চলতি মাসের শেষের দিকে গানটি রেকর্ড করবেন স্বস্তিকা। তাঁর সঙ্গেই আবার গান রেকর্ড করবেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী।

স্বস্তিকা ছাড়াও ‘দুর্গাপুর জংশন’ ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। এক দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে। তাছাড়া, স্বস্তিকার সঙ্গী হিসেবেই নাকি তাঁকে দেখা যাবে। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একাবলী খান্না, রাজদীপ সরকার, প্রদীপ ধর।

এটা শেয়ার করতে পারো

...

Loading...