কেন স্বস্তিকা যাননি ‘শিবপুর’ ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ? ফেসবুকে বার্তা দিয়ে মুখ খুললেন অভিনেত্রী

‘শিবপুর’  নিয়ে নয়া বিতর্ক টলিপাড়ায়। মঙ্গলবার, ছবির ট্রেলার মুক্তির দিন ফের নতুন করে বিতর্কে জড়িয়েছে ছবিটি। এবারের বিতর্কের কেন্দ্রে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ছবির মুখ্য অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের অনুপস্থিতি। আবার এটাও শোনা যাচ্ছে পরিচালক অরিন্দম ভট্টাচার্যকে নাকি অনুষ্ঠানের আমন্ত্রণই পাঠানো হয়নি? এইসব নিয়ে ফেসবুকে বার্তা জানিয়ে মুখ খুললেন অভিনেত্রী স্বস্তিকা।

processed-1b873fd1-96fe-48cf-b758-753866687207_wWRbma3q

স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ‘যাঁরা কিছু দিন ধরে আমায় ফোন বা মেসেজ করছেন, সেই সকল সাংবাদিক বন্ধুদের জানাচ্ছি, আমি ‘শিবপুর’ ট্রেলার লঞ্চে থাকছি না। আমি কলকাতায় নেই। তবে কলকাতায় থাকলেও আমি এই বিষয় থাকতাম না। যদি কেউ আপনাদের এমনটা বলে থাকেন, তবে মিথ্যে বলছেন।’

তিনি আরও বলেন, ‘যৌন হেনস্থা কোনও মজার বিষয় নয়। কোনও ক্ষমা হয় না। না তার কোনও প্রতিকার থাকে। প্রযোজক ভাবছেন সবটাই খুব সহজ, কিন্তু এমনটা নয়। কোনও দিন হবে না…। কিন্তু শিবপুর আমার ছবি। আমি ছবির ট্রেলার শেয়ার করব আমার ভক্তদের জন্য। ধন্যবাদ।’

শুরুর দিকে ‘শিবপুর’ ছবির প্রযোজক সন্দীপ সরকারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিযোগ ছিল যে প্রযোজক সন্দীপ নাকি তার কোনও বন্ধুর ইমেল আইডি থেকে স্বস্তিকার নগ্ন ছবি পাঠান অভিনেত্রীকেই,  সঙ্গে হুমকি দেওয়া হয়েছিল যে প্রযোজকের কথা না শুনে কাজ করলে সেই ছবিটি ভাইরাল করে দেওয়া হবে। এরপরেই অভিনেত্রী পুলিশে অভিযোগ জানান।

processed-f1ffbf80-d19e-4c94-8c43-f2ec341d24be_RihFfCsO

আবার কিছুদিন আগেই, ‘শিবপুর’ ছবির অন্য এক প্রযোজক অজন্তা সিংহ রায় গত ১০ এপ্রিল চারু মার্কেট থানায় টাকা আদায় এবং লাগাতার হুমকি দেওয়ার অভিযোগ আনেন পরিচালক অরিন্দম ভট্টাচার্যের বিরুদ্ধে।

প্রযোজনা সংস্থার এক আধিকারিকের থেকে জানা গিয়েছে, ছবির সঙ্গে যুক্ত প্রত্যেককেই আমন্ত্রণ জানানো হয়েছিল, আর পরিচালক এখন তাঁর নতুন ছবির জন্যে শহরের বাইরে রয়েছেন তাই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, সেটা খোঁজ নিয়ে বলতে পারা যাবে।

এদিকে ইম্পাতেও বৈঠক বসেছিল অভিনেত্রী স্বস্তিকার অভিযোগে। কিন্তু নির্মাতারা জানিয়েছিল, যে এই সমস্যার সমাধান হয়ে গিয়েছে, কিন্তু বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে স্বস্তিকা জানিয়ে দিয়েছেন যে, কিছুই ঠিক হয়নি এবং এই অন্যায়ের প্রতিবাদ করবেন।

এই ছবি ঘিরে নির্মাতারা আর কোনও সমস্যা ডেকে আনতে চাইছেন না এবং সুষ্ঠু ভাবে ছবির মুক্তির জন্যে অপেক্ষায় আছেন তারা। আগামী ৩০ জুন ‘শিবপুর’ মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...