নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল 'স্বর সম্রাট ফেস্টিভ্যাল'

ওস্তাদ আলি আকবর খান ভারতীয় সঙ্গীতের মহীরুহ। এবছর তাঁর জন্ম শতবর্ষ পূর্তি উপলক্ষে কলকাতায় নজরুল মঞ্চে  অনুষ্ঠিত হল 'স্বর সম্রাট ফেস্টিভ্যাল'। আগে দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিগত দশ বছর ধরে কলকাতা শহরে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এবছর এই অনুষ্ঠানের আয়োজনের পিছনে ভূমিকা রয়েছে আরও একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পীর। তিনি হলেন পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। তেজেন্দ্র নারায়ণ মজুমদারের শ্রী রঞ্জন ফাউন্ডেশন।

এই ১৫ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু জনপ্রিয় সঙ্গীতশিল্পী। যাদের মধ্যে অন্যতম হল ওস্তাদ রাশিদ খান, বিশ্বমোহন ভট্ট, এল সুব্রক্ষণ্যম, জাকির হোসেন এবং সেতার বাদক নীলাদ্রি কুমার। এই উপস্থিত দর্শকদের মধ্যে নাম রয়েছে বেশ কয়েকজন জনপ্রিয় সঙ্গীতশিল্পীর নাম। যারা হলেন কৌশিক চক্রবর্তী, তন্ময় বসু, জয় সরকার, শুভমিতা, রাঘব চট্টোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য ছাড়াও আরও অনেকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...