‘হাওয়া’র চঞ্চল ফিরছেন ‘দম’ নিয়ে, উদ্যোগে দুই বাংলা

‘চঞ্চল চৌধুরী’- নাম শুনলেই ঝড় ওঠে দুই বাংলার সিনেমাপ্রেমীদের মনে। বছর শেষের মাসে সিনেমাপ্রেমীদের দিলেন তিনি নতুন সুখবর। সম্প্রতি ঘোষিত হল অভিনেতার নতুন ছবির নাম। আসছে ‘দম’। ছবির পরিচালক রেদওয়ান রনি। দুই বাংলার উদ্যোগে তৈরি হবে ছবিটি।

শনিবার ঢাকার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করে নতুন ছবির কথা ঘোষণা করেছেন নির্মাতারা। বাংলাদেশের আলফা আই, চরকির পাশাপাশি এপার বাংলার এসভিএফ ফিল্মসও ছবিটি প্রযোজনা করছে। তিন প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় আরও একটি ছবি তৈরি হতে চলেছে।

IMG-20231211-WA0013

চঞ্চল চৌধুরী জানাচ্ছেন, ‘গল্পটা শুনে আমি হতবাক হয়েছি। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের।’

পরিচালক বলেন, ‘সত্যি ঘটনা আমাকে সব সময়ই অনুপ্রাণিত করে। অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এই গল্পটাই আমাকে তাড়িত করছিল। সাধারণ মানুষের প্রবল মানসিক শক্তি তাকে যে কোনও ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমেষেই। ‘দম’ চলচ্চিত্রে এই গম্পটাই বলার চেষ্টা করছি।”

পরিচালকের সম্পর্কে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘রনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা অনেক দিনের। সে একসময় নিয়মিত নির্মাণ করেছে। কিছুদিন নিজে নির্মাণ না করলেও নির্মাণ প্রক্রিয়ার মধ্যেই ছিল। এবারের সিনেমার গল্প যখন রনি আমাকে শুনিয়েছে তখন আমি হতবাক হয়েছি। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জিং। সেই সঙ্গে অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা হল ‘দম’।

যৌথভাবে ‘দম’ সিনেমার চিত্রনাট্য লিখছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি এবং রেদওয়ান রনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...