সুনীল ছেত্রীর হ্যাট্রিক, সাফ কাপ ফুটবলে পাকিস্তানকে ৪-০ গোলে হারাল ব্লু- টাইগার্সের দল

অসাধারণ জয় দিয়ে সাফ কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপে জার্নি শুরু করল ভারতীয় দল। বুধবার বৃষ্টিভেজা সন্ধ্যায় বেঙ্গালুরুর কান্তিভিরা স্টেডিয়ামে, প্রথম ম্যাচেই ভারত পাকিস্তানকে ৪-০ গোলে পরাজিত করল। হ্যাটট্রিক করলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।

SAFF-Championship-2023-India-vs-Pakistan-Sunil-Chhetri_11zon

ম্যাচের ১০ মিনিটের মধ্যেই  প্রথম গোল করে ভারত।  পাকিস্তান গোলকিপার সাকিব হানিফের ভুলের জন্যেই প্রথম গোলটি উপহার হিসেবে পেলেন সুনীল ছেত্রী। ছয় মিনিটের পর আবার গোল করলেন ভারতের সুনীল ।

৪৬ মিনিটে দুই দলের মধ্যে ঠেলাঠেলিতে শুরু হয় তীব্র বচসা। সাইড লাইন থেকে বল নিয়েছিলেন ভারতীয় দলের হেডকোচ ইগর স্তিমাচ। এতেই পাকিস্তানের ফুটবলাররা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এগিয়ে আসেন সন্দেশ ঝিঙ্ঘান, অনিরুদ্ধ থাপারা। ঘটনাকে কেন্দ্র করে ম্যাচে উত্তেজনা ছড়ায়। মাথা গরম হয়ে রেফারী স্টিমাচকে লাল কার্ড দেখায়, পাক দলের ম্যানেজারকে হলুদ কার্ড এবং সন্দেশকে হলুদ কার্ড দেখায় । প্রথমার্ধে ২-০ গোল করে এগিয়ে থাকে ভারতীয় দল । 

india-pakistan-players-clash-1687362844

বিরতির পরেও বজায় ছিল ভারতের দাপট। ৭৩ মিনিটে সুনীল ছেত্রীকে বক্সের মধ্যে ফাউল করলেন সুফিয়ান। ফের পেনাল্টি দিলেন নেপালি রেফারি। ৩-০ গোল করতে ভুল করেননি ভারত অধিনায়ক। সুনীলের টপ নেট শট পাকিস্তান গোলরক্ষকের দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় ছিল না।

তবে এখানেই শেষ নয়। ৮১ মিনিটের মাথায়  ভারতকে চতুর্থ গোল এনে দিলেন উদন্ত সিং। 

 ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর গোলসংখ্যা পৌঁছে গেল ৯০-তে।  আন্তর্জাতিক ম্যাচে গোলের হিসেবে সুনীল চার নম্বরে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আলি দাইল, লিওনেল মেসির পরই এখন সুনীলের স্থান। ভারতের লেজেন্ড সুনীল চতুর্থ ভারতীয় ফুটবলার যিনি পাক দলের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন।

গতবছরে সাফ চ্যাম্পিয়ন ছিল ভারতই। সব মিলিয়ে মোট আটবার সাফ চ্যাম্পিয়ন হয় ভারত। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে প্রায় সাড়ে পাঁচ বছর পর খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। ২০১৭ সালের অক্টোবরে শেষ এখানে খেলেছিল ভারত। সেই ম্যাচে ম্যাকাওকে ৪-১ গোলে হারিয়ে ২০১৯ সালের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করেছিল ভারত।  এবারও সাফ চ্যাম্পিয়নশিপ খেলে এশিয়া কাপের প্রস্তুতি সেরে নেওয়ার সেরা সুযোগ ভারতের সামনে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...