Sunil Chhetri Last International Match: ৬ জুন কলকাতার যুবভারতীতে শেষ ম্যাচ খেলবেন সুনীল! সাক্ষী থাকতে চান সেই ম্যাচের? জেনে নিন টিকিটের দাম

শেষ ম্যাচ খেলতে চলেছেন সুনীল ছেত্রী। আন্তর্জাতিক খেলা থেকে অবসর নিতে চলেছেন তিনি। তবে তিনি শেষ ম্যাচটি খেল্বেন কলকাতা শহরের বুকেই। যুবভারতীতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন সুনীল। আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে সেই ম্যাচ রয়েছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারত। আর এটাই হবে সুনীলের শেষ ম্যাচ।

ফলে, তাঁর খেলা দেখতে সবাই খুবই উত্তেজিত। কিন্তু সেই ম্যাচের টিকিটের দাম কিরকম থাকবে?

জানা গিয়েছে সুনীলের ম্যাচের বিভিন্ন দামের টিকিট রয়েছে। সব থেকে কম দামের টিকিট হল ১০০টাকা। এছাড়াও রয়েছে ১৫০, ২০০, ২৫০, ৩৫০ এবং ১০০ টাকার টিকিট। ১০০ টাকায় পাওয়া যাবে ডান দিকের এ১ ব্লকের টিকিট এবং ১০০০ টাকায় মিলবে ভিভিআইপি বক্সের টিকিট।

কিন্তু কবে থেকে শুরু হবে টিকিট বিক্রি? এই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। তবে, খুব শ্রীঘ্রই জানিয়ে দেওয়া হবে সেই তারিখ।

২০০৫ সালের ১২ জুন পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি পড়ে প্রথম ম্যাচ খেলেন সুনীল। তাঁর প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল ২০০৭ নেহরু কাপ। প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ৬-০ হারায় ভারত। সেখানে দু’টি গোল করেন সুনীল।

এরপরেই শুরু হয়ে যায় তাঁর যাত্রা। ধীরে ধীরে হয়ে ওঠেন ভারতের এক নম্বর স্ট্রাইকার। ভাইচুং ভুটিয়া অবসর নেওয়ার পর সুনীলই হয়ে ওঠেন ভারতীয় ফুটবলের মুখ। বাকি খেলোওয়াড়দের নিজের প্রতিভা দিয়ে টেক্কা দিতে থাকেন। বব হাউটন থেকে শুরু করে ইগর স্তিমাচ, কোনও কোচই সুনীলকে ছাড়া দল করতে পারেননি।

৬ জুন,বৃহস্পতিবার হবে তাঁর শেষ ম্যাচ।

গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে সুনীল জানিয়েছেন তাঁর অবসরের কথা। তিনি জানান যে গত ১৯ বছর ধরে অসহ্য চাপ এবং দেশের হয়ে খেলার আনন্দ, দুটোই তাঁর সঙ্গে সব সময় ছিল। তিনি বলেন যে তিনি কোনওদিনও ভাবেননি দেশের হয়ে এত গুলো ম্যাচ খেলবেন। তবে সেটা তিনি করতে পেরেছেন। গত এক-দেড় মাসে তিনি সেটা পেরেছেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...