ইউনেস্কোর সেরার তালিকায় সুন্দরবন

পশ্চিমবঙ্গের সমুদ্র পাহাড় জঙ্গল সবসময়ই পর্যটকদের জন্য এক অন্য মাত্র রাখে|আর এবার বাংলার মুখ উজ্জ্বল করে ইউনেস্কোর সেরার তালিকায় স্থান পেল সুন্দরবন|সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন|ইউনেস্কোর ম্যান এন্ড বায়োস্ফিয়ার রিজার্ভ পৃথিবীর সেরা ৩০-র তালিকায় জায়গা করে নিয়েছে সুন্দরবন|ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ারের যৌথ উদ্যোগে বাছাই করা ৩০ টি ভিডিও বানানো হয়েছে যা সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার করা হয়েছে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...