'সিংহবাহিনী ত্রিনয়নী'-তে মা দুর্গা ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো। গোটা বিশ্বের বাঙালি অপেক্ষা করে থাকে এই উৎসবের জন্য। তবে পুজোর আগে আসে মহালয়া। মহালয়া পূর্ব পুরুষের উদ্দেশ্যে মূলত তর্পণ অনুষ্ঠান হলেও এখন সেই অনুষ্ঠানে লেগেছে প্রাক পূজা আগমনীর রং। আর সেই উপলক্ষে দেবী দুর্গার বিভিন্ন রূপে সেজে উঠেছে বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রীরা। আগামী ২৫ সেপ্টেম্বর টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে 'সিংহবাহিনী ত্রিনয়নী'। সেই অনুষ্ঠানে দেবী দুর্গার নানা রূপে দেখা যাবে তাঁদের। অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক দিতে চলেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে মা দুর্গার ভূমিকায় দেখা যাবে তাঁকে।

WhatsApp Image 2022-09-15 at 17.08.29 (1)

সম্প্রতি প্রকাশ্যে অনুষ্ঠানের সকল চরিত্রের লুক প্রকাশ্যে এসেছে। যেখানে শুভশ্রী ছাড়াও পার্বতীর ভূমিকায় দেখা যাবে শ্বেতা ভট্টাচার্য, দেবী জয় দুর্গা হয়েছেন সৌমিতৃষা কুন্ডু, দেবী চন্ডিকা রূপে দেখা যাবে ইধিকা পালকে, দেবী গন্ধেশ্বরীর ভূমিকায় অভিনয় করবেন মোহনা মাইতি, মহাকালী হয়েছেন সোহিনী বন্দোপাধ্যায়, মহালক্ষ্মীর ভূমিকায় দেখা যাবে আরাত্রিকা মাইতিকে, দেবী কামাক্ষ্মা হয়েছেন শিঞ্জিনি চক্রবর্তী, মহাসরস্বতী রূপে দেখা যাবে অন্বেষা হাজরাকে। দেবী জগদ্ধাত্রীর ভূমিকায় দেখা যাবে শার্লি মোদককে। টেলিভিশনের পর্দায় এর আগে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীদের। তাই নতুন রূপে তাদের দেখার জন্য উৎসাহ দেখিয়েছেন দর্শকরা।

WhatsApp Image 2022-09-15 at 17.08.29 (3)

WhatsApp Image 2022-09-15 at 17.08.29 (4)

WhatsApp Image 2022-09-15 at 17.08.29 (2)

এটা শেয়ার করতে পারো

...

Loading...