তীর্থ যাত্রীদের কথা মাথায় রেখে একাধিক বাস ও ট্রেন পরিষেবা দিল রাজ্য পরিবহণ দফতর, জানুন বিশদে

৯ই জানুয়ারি থেকে শুরু হল গঙ্গাসাগর মেলা। চলবে ১৭ই জানুয়ারি পর্যন্ত। তীর্থ যাত্রীদের কথায় ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগার একবার।’ ফলে একবার হলেও সকলে এই স্থান ঘুরে আসেন সাধারণেরা। এই ক’টা দিন এখানে প্রচুর ভীড় জমান তাঁরা।

ইতিমধ্যেই অনেকেই পোঁছে গেছেন মেলা প্রাঙ্গণে। রাজ্য পরিবহণ দফতরের তরফ থেকে জানা গিয়েছে যে এবার সাগর মেলার যাতায়াতের জন্য পর্যাপ্ত সংখ্যক পরিবহণের ব্যবস্থা থাকছে। সমস্ত পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধে না হয় তার জন্যই থাকছে যথাযত বাস-ট্রাম-ভেসেল। এছাড়াও বাস ভাড়াও যাতে নিয়ন্ত্রিত থাকে সেটার দিকেও দেখা হবে। থাকছে বাড়তি পুলিশি নজরদারি।    

Gangasagar

জানা গিয়েছে যে আগামী ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত রাজ্য সরকার গঙ্গাসাগর মেলায় আসার জন্য পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ ট্রেন এবং বাসের ব্যবস্থা করা হয়েছে।

তীর্থযাত্রীদের জন্য পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করেছে। জানা গিয়েছে বেশ কিছু লোকাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। নামখানা-লক্ষ্মীকান্তপুর ও বালিগঞ্জ-মাঝেরহাট লোকালকে শিয়ালদহ পর্যন্ত চালানো হবে। লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় রবিবার যেই সব লোকাল ট্রেন চলে না, মেলা চলাকালীন সেগুলিও সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।  এছাড়া, শিয়ালদহ-সোনারপুর লোকালকে কাকদ্বীপ পর্যন্ত এবং একটি শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকালকে নামখানা পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে। অনেক ট্রেনের যাত্রাপথ গঙ্গাসাগর মেলার  জন্য পরিবর্তন করা হয়েছে যেমন কলকাতা স্টেশন থেকে ছেড়ে বিবাদী বাগ, প্রিন্সেপ ঘাট, মাঝেরহাট হয়ে নামখানা পর্যন্ত যাবে ট্রেন। বেশ কিছু বিশেষ ট্রেন দেওয়া হয়েছে।

অন্যদিকে, ট্রেনের পাশাপাশি রাজ্য সরকার বিশেষ সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে যে মেলা চলাকালীন অর্থাৎ ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত  এই সরকারি বাসগুলি একাধিক ট্রিপে পরিষেবা দেবে।  

রাজ্য পরিবহণ নিগম ২৭৫টি এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম ৭৫টি বাসের জোগান দিচ্ছে তীর্থ যাত্রীদের জন্য। সকাল থেকে রাত পর্যন্ত বাবুঘাট এবং হাওড়া থেকে বাস পরিষেবা মিলবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...