সফল এসএসকেএম

জটিল অস্ত্রপ্রচারে সাফল্য রাজ্যের সুপার স্পেশালিটি হসপিটাল এসএসকেএমের। এসএসকেএম-এর বাঙ্গুর ইস্টিটিউট অফ সায়েন্সের নিউরো সার্জিক্যাল বিভাগের ডাক্তাররা এই নজির গড়লেন। সুত্রের খবর রবিবার মুর্শিদাবাদের ৫ বছরের ছোট্ট  তুহিনা খেলার ছলে আচমকাই চোখে স্ক্রুড্রাইভারের ঢুকিয়ে ফেলে। আশংঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি এসএসকেএমে আনা হয় তাকে। চিকিৎসকরা দ্রুত অস্ত্রপ্রচারের ব্যবস্থা করে। ভোররাত থেকে পরের দিল সকাল পর্যন্ত চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে এই জটিল অস্ত্রপ্রচারে সফল হন নিউরো সার্জেনরা। এসএসকেএমের চিকিৎসকরা এই অসাধ্য সাধন করে আরো একবার প্রমান করে দিলেন যে ভগবানের পর যদি মানুষের প্রাণ কেউ বাঁচাতে পারে তাহলে সেটা ডাক্তার-ই। সম্প্রতি সরকারি হাসপাতালের পরিষেবার বিরুদ্ধে সাধারণ মানুষের যে বিতৃষ্ণা জন্মেছিল তা এই নজির বিহীন ঘটনার পর  কিছুটা হলেও হাল্কা হবে বলে আশা করা যায়।

Dr-Rakesh

এটা শেয়ার করতে পারো

...

Loading...