এবার ‘ভারতীয় সিনেমা’র বায়পিক নিয়ে আসছে এস এস রাজামৌলি, প্রকাশ্যে এল ‘মেড ইন ইন্দিয়া’র প্রথম টিজার লুক

‘বাহুবলী’ ও অস্কারপ্রাপ্ত 'আর আর আর'-এর মতন ব্লকবাস্টার সিনেমার পর এবার পরিচালক এস এস রাজামৌলি ঘোষণা তাঁর নতুন ছবির নাম। বড় পর্দায় আসতে চলেছে 'মেড ইন ইন্ডিয়া'। এই ছবির বিষয় একদম অন্যরকম হতে চলেছে।

জানা গিয়েছে ছবিটি দাদাসাহেব ফালকে থেকে শুরু করে বাংলায় সিনেমার পাইয়োনিয়র হীরালাল সেন, সকলের সেই অসম্ভবকে সম্ভব করে তোলা স্বপ্ন পূরণের লড়াইয়ের গল্প উঠে আসবে এই ছবিতে এবং তাদেরকে ভিত্তি করে তৈরি হবে বলে জানা গিয়েছে। তিনি 'ইন্ডিয়ান সিনেমা'র বায়োপিক নিয়ে আসতে চলেছেন।

Picsart_23-09-19_13-51-54-195_11zon

ভারতীয় ছবির জন্ম থেকে শুরু করে তার বেড়ে ওঠা, সবরকম গল্প নিয়েই তৈরি হবে 'মেড ইন ইন্ডিয়া'। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছে জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা নীতিন কক্কড়। অন্যদিকে প্রযোজনার দায়িত্বে বরুণ গুপ্তা ও রাজামৌলির ছেলে এস এস রয়েছে।

নীতিন কক্কড় এর আগে 'ফিল্মিস্তান' তৈরি করেছেন, 'পেল্লি চুপুলু'র হিন্দি রিমেক 'মিত্রোঁ', 'নোটবুক' তৈরি করেছেন। এছাড়া সেফ আলি খানের 'জওয়ানি জানেমন' ও 'রাম সিংহ চার্লি'-র মতন ছবিও পরিচালনা করেছেন তিনি।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পরিচালক এস এস রাজামৌলি 'মেড ইন ইন্ডিয়া' সিনেমার ফার্স্ট লুক পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লিখেছেন যে, যখন আমি প্রথম গল্পটি শুনি, আমি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলাম। যে কোনও বায়োপিক তৈরি করা ইতিমধ্যেই একটি কঠিন কাজ, তবে 'ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা'-এর গল্প পর্দায় আনা আরও বেশি চ্যালেঞ্জিং। আমাদের ছেলেরা তা দিয়েই তৈরি...। অত্যন্ত গর্বের সঙ্গে নিবেদন করছি 'মেড ইন ইন্ডিয়া'।'

আবার অন্যদিকে আরও এক কথা শোনা যাচ্ছে। এই প্রথমবার পরিচালক এস এস রাজামৌলি কাজ করতে চলেছেন দক্ষিণের অভিনেতা মহেশ বাবুর সঙ্গে। এই খবর কতটা সত্যি, তা না জানা গেলেও সিনেমাপ্রেমীদের উত্তেজনা একেবারে তুঙ্গে।

অনেকেই 'মেড ইন ইন্ডিয়া' ছবির অ্যানাউন্সমেন্ট টিজার দেখে মনে করছেন যে বেশ নজর কাড়তে চলেছে এই ছবিটি এবং একটা নতুন ধরণের কিছু দেখার আশাতে রয়েছেন সবাই। জানা গিয়েছে এই ছবিটি মুক্তি পাবে ৭টি ভাষায়- হিন্দি, মারাঠি, তেলুগু, তামিল, মালয়লম ও কন্নড়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...