পরমব্রত এবং অনুপম একসঙ্গে দেব-সৃজিতের ছবিতে আর নায়িকা স্বস্তিকা

বিনোদন জগতে কখন কি হয় তা বোঝা খুবই মুশকিল। তাই আগে থেকে আন্দাজ করাটা খুব মুশকিল। আজ ঝগড়া তো কাল ফের একসাথে পর্দায় হাসিখুশি মেজাজে। কোনও সম্পর্ক, কোনও বিবাদই এখানে চিরস্থায়ী নয় তাই দর্শকদের এবার স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন টলিপাড়া।

এবার তেমনটাই বোঝা যাচ্ছে দেব ও সৃজিতের সম্পর্কের মধ্যে। এতদিন সবাই জানত যে সৃজিত মুখোপাধ্যায় এবং দেবের সম্পর্কটা একেবারেই মধুর নয়। কিন্তু সেই সব ঝামেলা এবার সরিয়ে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়টা চলতি বছরের জুন মাসেই জানিয়েছিলেন যে তাঁরা একসঙ্গে ছবি করবেন। এবার সেই ছবি পাকাপাকি ভাবে শুরু হতে চলেছে।

জানা গিয়েছে যে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবিটি হবে একটি থ্রিলার। সেখানে দেব ও রুক্মিণী তো থাকছেন। এবার জানা গেল তাঁদের সাথে যোগ দিতে চলেছেন অভিনেতা পরম্ব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। অন্যদিকে এই ছবির সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন সংগীতশিল্পী অনুপম রায়।

এছাড়া আরও জানা গিয়েছে যে ছবির নাম ‘টেক্কা’ এবং প্রযোজনায় থাকবে দেব এন্টারটেনমেন্ট। কথা অনুযায়ী আগামী বছরের জানুয়ারী মাস থেকেই শুরু হবে ছবির কাজ।

দেখা গিয়েছে যে যখনই দেব এবং সৃজিতের ছবি বক্স অফিসে মুখোমুখি হয়েছে, তখনি অভিনেতা-পরিচালকের মধ্যে একটা ছোটখাটো ঝামেলা হয়েছে। চলতি বছরে ব্যোমকেশের ‘দুর্গরহস্য’ নিয়েও দু’জনের মধ্যে একটা ঝামেলা শুরু হয়েই গেছিল।

এবছর আবার পুজোতে দেবের ‘বাঘা যতীন’ এবং সৃজিতের ‘দশম অবতার’ মুখোমুখি হয়েছিল। কিন্তু চমক দেখা গেল তখনই। দু’জনের মধ্যে খিটি-মিটি লাগার কোনও খবর শোনা যায়নি। কারণ তো ছিলই। ছবি বড় পর্দায় আসার আগেই একসঙ্গে ছবি করার কথা জানিয়ে দিয়েছিলেন তাঁরা। তাই ফ্যানক্লাব থেকে শুরু করে অনুরাগীদের মধ্যে কোনও ঝামেলাই দেখা যায়নি।

অন্যদিকে রয়েছে স্বস্তিকা ও পরমব্রতর সম্পর্ক। তাঁদের সম্পর্ক তেমন ভালো না। তারপরেও ‘শাহজাহান রিজেন্সি’ এবং ’শিবপুর’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। অন্যদিকে রয়েছে অনুপম রায়। তাঁর সাথেও সবাই মনে করেন পরমব্রতর সম্পর্ক একদমই ভালো নয়। কারণটা হল পিয়া চক্রবর্তী। অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী এবং পরমব্রতর বর্তমান স্ত্রী। তবে কাজের ব্যাপারে তাঁদের তিক্ততা সম্পর্ক দেখা যায়নি কোনদিনই।

আবার স্বাস্তিকা-সৃজিতের সম্পর্কটাও খানিকটা ঘোলাটে। এক ফ্রেমে বহুবার দেখা গিয়েছে জুটিকে। কিন্তু তাঁরা সবসময় ‘ভালো বন্ধু’ বলেই সম্মনিত করেন নিজেদেরকে।

পরিচালক সৃজিত নিজের ছবিতে বরাবরই তাঁর পছন্দের অভিনেতাদের নিয়ে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেন। সেই জায়গা থেকে পরমব্রত ও স্বস্তিকা তাঁর অন্যতম পছন্দের অভিনেতা। এতদিনে পরমব্রতর সঙ্গে ছ’টি ছবি করেছেন পরিচালক এবং স্বস্তিকার সঙ্গে তিনটি।

অন্যদিকে, দেব ও পরমব্রত এর আগে ‘পাসওয়ার্ড’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। এটা হবে তাঁদের দ্বিতীয় ছবি। এই প্রথমবার দেব ও রুক্মিণীর সঙ্গে কাজ করবেন সৃজিত। জানা গিয়েছিল ‘দশম অবতার’ ছবিটির সময়ে তিনি রুক্মিণীকে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ব্যাস্ততার জন্যে সময় করতে পারেননি রুক্মিণী।  

এছাড়া আরও জানা যাচ্ছে যে ২০২৪ সালের পুজোয় মুক্তি পেতে পারে এই নতুন ছবিটি। 

এই বিষয়টা থেকে সবার কাছে এটা স্পষ্ট যে সবাই পেশাদার। তাই কাহিনী ভালো লাগলেই কারোর কোনও আপত্তি থাকেনা বিবাদ মিটিয়ে ছবি করতে। এতদিনে সবাই বুঝেই গেছে যে সৃজিতের কাজ করাটা সবার থেকে বেশ অনেকটা আলাদা। তাঁর একটা বিশেষ ধরণ আছে। তাঁর সঙ্গে কিভাবে মানিয়ে কাজ করবেন দেব বা সৃজিত কতটা স্বচ্ছন্দ হবেন দেবের প্রযোজনায়, সেটার দিকে নজর থাকবে গোটা ইন্ডাস্ট্রি সহ দর্শকদের। এবার সবটাই সময়ের ওপর নির্ভর করছে কিরকম হতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...