টি২০ সিরিজ খেলতে ভারতে পৌঁছালো শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ ম্যাচ দিয়ে নতুন বছরে ফের ক্রিকেট যাত্রা শুরু করতে চলেছে ভারত।  বৃহস্পতিবার সকালে ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলতে দেশে পা রাখল শ্রীলঙ্কা ক্রিকেট দল। প্রথম ম্যাচটি খেলা হবে ৫ জানুয়ারি গোহটিতে, দ্বিতীটি খেলা হবে ৭ জানুয়ারি ইন্দোরে আর শেষ টি২০ খেলা হবে ১০ জানুয়ারি পুনেতে।

শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে লাসিথ  মালিঙ্গা-র ওপর। দলে ফিরছেন ২০১৮ সাল শেষ টি২০ ম্যাচ খেলা  প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।  প্রাথমিক ভাবে দলের অপর পেসার নুয়ান প্রদীপকে দলে রাখা হলেও, দলের অনুশীলন পর্বে চোঁট পাওয়ার ফলে  শেষ মুহূর্তে দল থেকে বাদ দেওয়া হয় তাকে। তার বদলে দলে ফিরছেন অপর পেসার কাসুন রাজিতা।ভারতীয় দলেও বহু পরিবর্তন করা হয়েছে বিসিসিআই-এর তরফ থেকে। তিন ম্যাচে টি২০ সিরিজে দলে থাকছেন না হিটম্যান রোহিত শর্মা ও পেসার মহম্মদ শামি। তার বদলে চোঁট সারিয়ে দলে ফিরছেন শিখর ধাওয়ান ও জসপ্রিত বুমরাহ।এখন দেখার নতুন বছরে আইসিসি প্রকাশিত আন্তর্জাতিক টি২০ দলের তালিকায় পঞ্চম স্থানে থাকে ভারতীয় দল শীর্ষ স্থানে উঠে আসতে পারে নাকি। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...