কেমন হয় পুরীধামে শ্রীজগন্নাথদেবের ঝুলন উৎসব

শ্রাবণ-ভাদ্র মাসে অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের দোলন উৎসব। রাইকিশোরীর ঝুলন উৎসবকে কেন্দ্র করে মেতে ওঠে বৈষ্ণব সমাজ। শ্রীকৃষ্ণের 'ঝুলন যাত্রা' পুরীধাম ও শ্রীমন্দিরেও অনুষ্ঠিত হয়। শ্রীধামে দশমী থেকে সপ্তাহব্যাপী ঝুলনযাত্রা উত্‍সব ও মেলা অনুষ্ঠিত হয়।

চৈতন্য এবং বৈষ্ণব প্রভাবকে এর অন্যতম কারণ মনে করা হয়। শ্রীকৃষ্ণের বিশেষ রূপ জগন্নাথ দেব। তাই ঝুলনলীলায় মেতে ওঠেন তিনিও।

আঠারো শতকে আনুমানিক প্রায় তিনশো বছর আগে গজপতি রাজা দ্বিতীয় দিব্যসিংহ দেব-এর আমলে জগন্নাথ ধামে ঝুলন উৎসবের সূচনা হয়।

সাতদিন ধরে চলে উৎসব। শুক্ল-দশমী পূর্বে 'ঝুলন যাত্রা' অনুষ্ঠিত হত শ্রীমন্দির লাগোয়া সূর্য মন্দির-প্রাঙ্গণে। বর্তমানে মুক্তিমণ্ডপ ও শ্রীমন্দিরের মাঝখানের অংশে অনুষ্ঠিত হয়। ফুল ও লতায় সাজিয়ে একটি মঞ্চ গড়ে তোলা হয়।  তার ওপর থাকে কাঠের দোলনা। সাজানো হয় বর্ষার ফুলে।

দশমীর দিন জগন্নাথের উৎসবমূর্তিকে দোলায় এনে বসানো হয়। উল্লেখ্য জগন্নাথ দেবের প্রতিনিধিত্ব করে মদনমোহন দেব। প্রতিনিধিমূর্তি মদনমোহনকে কৃষ্ণের সাজে সাজিয়ে বসানো হয়। তাঁর দু'পাশে থাকেন শ্রীদেবী ও ভূদেবী। রাধার সাজে সাজিয়ে বসানো হয় দুই দেবীকে। সকলের পোশাক ও সাজে থাকে সবুজের ছোঁয়া। শ্রীদেবী ও ভূদেবীকে। এঁদের সকলের পোশাকের রঙে উৎসবের এই সাতদিনই থাকে সবুজের ছোঁয়া। তাঁরা ঝুলনদোলায় দোলেন। মধ্যরাত্রি অব্দি ভজন ও ভক্তিগান অনুষ্ঠিত হয়।

শুক্ল-দশমীতে শুরু হয়ে শেষ হয় কৃষ্ণ-প্রতিপদে। ২০২৩ সালের ঝুলনযাত্রা আরম্ভ হতে চলেছে ২৬ অগাস্ট শনিবার। ঝুলনযাত্রা সমাপ্তি বুধবার, ৩০ অগাস্ট ২০২৩।

এটা শেয়ার করতে পারো

...

Loading...