ক্যানসারে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী শ্রীলা মজুমদার

কর্কট ব্যাধির কাছে জীবন যুদ্ধে হার মানলেন বাংলা সমান্তরাল ছবির কিংবদন্তী অভিনেত্রী শ্রীলা মজুমদার। দীর্ঘদিন ধরে ভুগছিলেন ক্যানসারে। আজ দুপুর আড়াইটে নাগাদ কলকাতায় টালিগঞ্জে নিজের বাড়িতেই প্রয়াত হলেন অভিনেত্রী। দিন কয়েক টাটা মেডিক্যাল ক্যানসার সেন্টারে ভর্তি ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর।

মৃণাল সেনের ছবি দিয়েই চলচ্চিত্রে প্রবেশ তাঁর।  প্রথম শুটিং ‘পরশুরাম’ ছবিতে। প্রথম মুক্তি-পাওয়া ছবি ‘একদিন প্রতিদিন’। দুটোই মৃণাল সেনের ছবি। অভিনয়ে হাতেখড়ি খুব ছোটবেলায়। বিজ্ঞাপনে কাজ করেছেন। শিশুশিল্পী হিসেবে ছড়া বলতেন। তারপর গ্রুপ থিয়েটারে জোগ দেন।

রেডিয়োতে নাটক করতেন। ‘আত্মজা’ নামে একটি রেডিয়ো নাটকে তাঁকে পছন্দ করে ছিলেন গীতা সেন। সেই সূত্রেই বিদুষী এই অভিনেত্রীর প্রবেশ মৃণাল ভুবনে। তখন তিনি মাত্র ১৬। ১৯৮০ সালে প্রথম দেখা রিহার্সাল রুমে। কিন্তু সিনেমা দেখার অভ্যাস সেই অর্থে ছিল না, তখনও চিনতেন না মৃণাল সেনকে। ধীরে ধীরে তিনি এবং গীতা সেন হয়ে উঠেছিলেন তাঁর অভিভাবক। তিনি বড় হয়ে উঠেছিলেন মৃণাল সেনের ছবিতে কাজ করতে করতে। তাঁর ছ’টা ছবিতে তিনি অভিনয় করেছিলেন। শ্যাম বেনেগালের পরিচালনায় কাজ করেছেন ‘আরহণ’, ‘মান্ডি’র মতো ছবিতে। বলিউডি তারকা শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাতিলসহ একাধিক স্বনামধন্য অভিনয়শিল্পীর সাথে অভিনয় করেছেন।  

সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি "পালান"-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। মৃণাল সেনের শতবর্ষ উপলক্ষে খারিজ" ছবির অনুপ্রেরণায় ছবিটি বানান কৌশিক। "খারিজ" ছবিতেও শ্রীলা অভিনয় করেছিলেন। ‘পালান’ই তাঁর শেষ ছবি।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...