শুভ্রজিতের প্রথম থ্রিলারে শ্রাবন্তী

শেষ হয়েছে টলিউডের বহু প্রতীক্ষিত ছবি 'দেবী চৌধুরানি'-র শ্যুটিং। এখন চলছে এডিটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ। ছবি প্রেক্ষাগৃহে আসতে এখনও বেশ দেরি। তবে, এর মধ্যেই আগামী ছবির পরিকল্পনা সেরে ফেলেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। আসন্ন ছবির ঘোষণায় দিলেন বড় চমক। 'দেবী চৌধুরানি'-র নায়িকা ওরফে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়েই আগামী ছবি নির্মাণ করবেন তিনি। ছবির নাম 'কালমৃগয়া'। এই ছবিটিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।

এই প্রথম দর্শকদের থ্রিলার জঁরের ছবি উপহার দিতে চলেছেন শুভ্রজিৎ। এর আগে, তাঁর পরিচালিত 'অভিযাত্রিক' ছবিটি 'পথের পাঁচালি'-র সঙ্গে একটা যোগসূত্র ছিল। অন্যদিকে, 'দেবী চৌধুরানি' সম্পূর্ণ ঐতিহাসিক ছবি। এবার পরিচালক আনতে চলেছেন রহস্য গল্প। 

‘অভিযাত্রিক’-এর মতোই গোটা ছবিটা হবে সাদা-কালো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিত্তিতেই তৈরি হবে ‘কালমৃগয়া’। অ্যালফ্রেড হিচকক, আর্থার কোনান ডয়েল এবং আগাথা ক্রিস্টির মতো বিশেষ কিংবদন্তিদের সম্মান জানিয়ে ছবিটি তৈরি করছেন শুভ্রজিৎ মিত্র। 

KalMrigaya Movie

ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ছবির পোস্টার। সেখানে দেখা যাচ্ছে সাদা কালোয় ঢাকা এক রাস্তা দিয়ে ছুটে চলেছে একটি গাড়ি। দূরে দেখা যাচ্ছে  দূর্গ। 'কালমৃগয়া'-র পোস্টারটি ডিজাইন করেছেন একতা ভট্টাচার্য।

জানা গিয়েছে ‘কালমৃগয়া'-তেও পরিচালকের অন্যান্য ছবির মতো একাধিক অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে এবং প্রত্যেকেরই ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ। পরিচালক সংবাদমাধ্যমে জানিয়েছেন এই ছবিতে টলিউডের প্রথম সারির বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে। এছাড়া অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এই ছবিতে বর্তমান ইন্ডাস্ট্রির একজন সুপারস্টারকেও দেখা যাবে। ইতিমধ্যে প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করা হয়ে গেছে। তবে, কাস্টিং নিয়ে এখনই পরিচালক কিছু বলতে নারাজ।

জানা গিয়েছে চলতি বছরের শেষের দিকে অর্থাৎ শীত শুরুর আগেই শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং। গোটা সিনেমার শ্যুটিং হবে ট্রান্সিলভেনিয়া অর্থাৎ রোমানিয়া এবং ইউরোপের লক নেস অঞ্চল অর্থাৎ স্কটল্যান্ডে। শুভ্রজিৎ মিত্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ফিল্ম ফান্ড এবং মার্কিন সংস্থা সহ-প্রযোজনা করছে।

সংবাদমাধ্যমে পরিচালক জানিয়েছেন যে এই ছবিতে শ্রাবন্তীর চরিত্র নিয়ে একটা চমক থাকবে। শুভ্রজিতের কথায় অভিনেত্রীকে এই ধরণের চরিত্রে আগে দেখেননি মানুষ। তাঁর মতে শ্রাবন্তী একজন দক্ষ অভিনেত্রী। চিত্রনাট্য লেখার সময়েই তাঁর মনে হয়েছিল শ্রাবন্তীকে এই চরিত্রটায় ভালো মানাবে। অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের কথাও চিত্রনাট্য লেখার সময়েই পরিকল্পনা করেছিলেন। তিনি জানিয়েছেন যে দীর্ঘদিন পরে বাংলা ইন্ডাস্ট্রিতে এতজন স্টারকাস্টকে নিয়ে একটা ছবি আসতে চলেছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...