বসন্তের হাওয়ায় মেতেছে গোটা রাজ্যে! তবে চলতি সপ্তাহে টানা দু’দিন ভিজতে পারে দক্ষিণবঙ্গ

বছরঘুরে ফের রাজ্য এসেছে ঋতুরাজ বসন্ত। বেলা বেড়েছে, রোদের তেজ বেড়েছে কিন্তু আবহাওয়া বেশ মনোরম।

তবে হাওয়া অফিস জানাচ্ছে যে চলতি সপ্তাহেই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, এই বৃষ্টি হলেও সারা রাজ্যের তাপমাত্রা এক লাফে বেশ অনেকটা বেড়ে যেতে পারে।  

জানা গিয়েছে যে আগামী বুধবার পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে, বৃহস্পতিবার থেকেই সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার এবং এই বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।

হাওয়া দফতর আরও জানিয়েছে যে ফের শনিবার থেকে আবার আবহাওয়া পরিবর্তন হতে পারে। ফলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হলেও উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আবহাওয়া থাকবে শুকনো।

image_2024_03_11T07_49_04_240Z

বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তা ছাড়া কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার এবং শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেখা যাচ্ছে যে সোমবার অর্থাৎ আজ সকাল থেকেই আকাশ মূলত পরিষ্কার রয়েছে। কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি কম। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

গতকাল, রবিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস কম।

অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় শহরে কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই। বেশ কয়েক দিন ধরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে ছিল। তবে, আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে যে মঙ্গলবার থেকে রাজ্যের তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং চলতি সপ্তাহের মধ্যেই এক লাফে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...