এবারের পুজোর ভীড় সামলাতে আরও চার জোড়া পুজো স্পেশ্যাল ট্রেন রাখা হল, জেনে নিন সবরকম তথ্য

প্রতি বছর পুজোর সময় অনেক দিকে যাওয়ার জন্যে স্পেশাল ট্রেন দেওয়া হয়। এবারেও দেওয়া হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আরও চার জোড়া পুজো স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই পুজো স্পেশ্যাল ট্রেনগুলি নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি ও নিউ জলপাইগুড়ি-হাওড়া-নিউ জলপাইগুড়ির মধ্যেই চলাচল করবে।

40229388_1663261780_Photo

তাহলে দেখে নেওয়া যাক এই স্পেশাল ট্রেনের সমস্ত তথ্য।

২১ অক্টোবর, ২০২৩ তারিখের (শনিবার), ৮২৩১৫নং. (শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি) পুজো স্পেশ্যাল ট্রেনটি একটি ট্রিপের জন্য দেওয়া হয়েছে। ২৩.৪০ ঘণ্টায় শিয়ালদহ থেকে রওনা দিয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন ১০.৪৫ ঘণ্টায়। ৮২৩১৬নং. (নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ) ফেরত যাত্রার সময় হল ২২ অক্টোবর, ২০২৩ তারিখের (রবিবার) ১২.৪৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে শিয়ালদহ পৌঁছবে পরের দিন ০০.৩০ ঘণ্টায়। 

২৫ অক্টোবর, ২০২৩ তারিখের (বুধবার), একটি ট্রিপের জন্য, ৮২৩০১নং. (হাওড়া-নিউ জলপাইগুড়ি) এই পুজো স্পেশ্যাল ট্রেনটি রাখা হয়েছে। ২৩.৫৫ ঘণ্টায় হাওড়া থেকে রওনা দিয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন ১০.৪৫ ঘণ্টায়। ফের, ৮২৩০২নং. (নিউ জলপাইগুড়ি-হাওড়া) ট্রেনটির ফেরত যাত্রার সময় হল ২৬ অক্টোবর, ২০২৩ তারিখের (বৃহস্পতিবার) ১২.৪৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে হাওড়া পৌঁছবে পরের দিন ০০.১০ ঘণ্টায়।  

০৩১০৩নং. (শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি) পুজো স্পেশ্যাল ট্রেনটি পাঁচটি ট্রিপের জন্য ২৮ অক্টোবর থেকে ২৫ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক শনিবার ২৩.৪০ ঘণ্টায় শিয়ালদহ থেকে রওনা দিয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন ১০.৪৫ ঘণ্টায়। ফেরত যাত্রার সময় হল ২৯ অক্টোবর থেকে ২৬ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক রবিবার ১২.৪৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে শিয়ালদহ পৌঁছবে পরের দিন ০০.৩০ ঘণ্টায়।

০৩০২৭নং. (হাওড়া-নিউ জলপাইগুড়ি) পুজো স্পেশ্যাল ট্রেনটি পাঁচটি ট্রিপের জন্য ০১ নভেম্বর থেকে ২৯ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বুধবার ২৩.৫৫ ঘণ্টায় হাওড়া থেকে রওনা দিয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন ১০.৪৫ ঘণ্টায়। ০৩০২৮নং. (নিউ জলপাইগুড়ি-হাওড়া) পুজো স্পেশ্যাল ট্রেনটির ফেরত যাত্রার সময় হল ০২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত, প্রত্যেক বৃহস্পতিবার ১২.৪৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে হাওড়া পৌঁছবে পরের দিন ০০.১০ ঘণ্টায়। 

এই প্রত্যেকটি পুজো স্পেশ্যাল ট্রেন যাতায়াত করবে বান্ডেল, আজিমগঞ্জ জং, মালদহ টাউন, বারসোই ও কিষানগঞ্জ, এই স্টেশনের ওপর দিয়ে চলাচল করবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...