পাঁচ পরিচালককে সম্মান

বাংলা সিনেমার ১০০ বছর উপলক্ষ্যে ৫জন পরিচালককে সম্মান জানালো ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। সেখানে যথারীতি আয়োজিত হয়েছিল একটি আলোচনা সভাও। সেই আলোচনাসভার মূল আকর্ষণ ছিলেন গৌতম ঘোষ সহ আরও অনেকে। আলোচনায় উঠে আসে আগের বাংলা ছবি নিয়ে নানা তথ্য। বলা হয়, হীরালাল সেন ছিলেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগতের প্রাণপুরুষ, কারণ তাঁর হাত ধরেই প্রথম ছবি শুরু হয়েছিল ভারতে। জানা যায়, সেটিই যদি প্রথম সিনেমা হয়ে থাকে তাহলে এই বছর বাংলা সিনেমা ১১৮ বছরে পদার্পন করেছে। এই এতো বছরের বিবর্তন নিয়েই আলোচনাসভা বসায় এই সংগঠন। এই সংগঠনের তরফ থেকে সম্মান দেওয়া হয় সর্বকালের সেরা পাঁচ জন পরিচালক যথা সুজিত গুহ, অমল সুর, বীরেশ চ্যাটার্জি, পিনাকী চৌধুরী এবং অরুন রায়কে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন

 সদ্যপ্রয়াত বিশ্ববরেণ্য পরিচালক মৃনাল সেনকেও সম্মান জানানো হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত গৌতম ঘোষ জানান, এই সংগঠন প্রতিবছর এইজাতীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তিনি জানান, বাংলার ছবি ১০০ বছর অতিক্রম করতে চলেছে তা শুধুই ধরে নেওয়া একটি কথা। আসলে এতদিন এই নিয়ে কোনো অনুসন্ধান করা হয়নি। এই নিয়ে এখন নতুন করে গবেষণা শুরু হয়েছে বলেও জানান তিনি। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...