স্নাতক হলেন সৌরভ কন্যা সানা, পাশে থাকতে লন্ডনে পৌঁছে গেলেন সৌরভ-ডোনা

খুশির পর্ব চলছে বেহালার বীরেন রায় রোডে, মঙ্গলচণ্ডী ভবনে। ‌অবশেষে লক্ষ্যপূরণ করে স্নাতক হলেন সৌরভ কন্যা সানা। অর্থনীতি নিয়ে পড়াশোনা করার জন্য লন্ডনের ইউসিএল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি। ২০১৯ সাল থেকে পড়াশোনার জন্যে লন্ডনেই থাকেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়কের মেয়ে। সানার কনভোকেশনে উপস্থিত থাকতে এবং পাশে থাকতেই লন্ডনে পৌঁছে গেলেন সৌরভ-ডোনা।

souarav_sana

আগামী ৬ সেপ্টেম্বর সানার বিশ্ববিদ্যালয় কনভোকেশন অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। দিন কয়েক আগে নিজের জন্মদিন পালন করার পরেই লন্ডনে পাড়ি দিয়েছিলেন ডোনা। মেয়ের পছন্দের বেশ কিছু খাবার কলকাতা থেকে নিজের সঙ্গে করে নিয়ে গেছে তিনি। সেই তালিকায় নাকি ‘মুড়ি’ও রয়েছে।

এবার বুধবার সকালেই কন্যার কাছে পৌঁছে যান মহারাজ। প্রায় তিন সপ্তাহের জন্য সেখানেই থাকবেন মহারাজ। সানার কনভোকেশন হয়ে গেলে সপরিবারে কয়েক দিন সেখানেই ছুটি কাটাবেন।

Sourav-Ganguly

জানা যায়, আরও উচ্চশিক্ষার জন্য লন্ডনেই থাকবেন সৌরভের কন্যা সানা এবং তার পাশাপাশি চাকরি করবেন সেখানে।

শোনা যাচ্ছে পুজোর সময় কলকাতায় আসার কথা সানার। বাবা মায়ের ইচ্ছেতেই পুজোর সময় বেশ কয়েকদিন কলকাতায় থাকবেন তাঁদের কন্যা।

মেয়ের সঙ্গে ছুটি কাটানোর পর ভারতে ফিরবেন দাদা। সেপ্টেম্বরের ২৩ বা ২৪ তারিখ নাগাদ ফেরার কথা রয়েছে তাঁর। আসন্ন আইপিএলের জন্য দিল্লির দল নিয়েও কাজ করবেন সৌরভ। পাশাপাশি বিশ্বকাপের সময় দেশের মাটিতেই থাকবেন সৌরভ। বিশ্বকাপে গুরুদায়িত্বে রয়েছেন তিনি। ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সেমিফাইনাল সহ মোট পাঁচটি ম্যাচ রয়েছে। বিশ্বকাপের পাঁচ ম্যাচ ঠিকভাবে আয়োজনের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর একটি আয়োজক কমিটি গঠন করেছে সিএবি। সেই কমিটিতে রাখা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সঙ্গে রয়েছেন অভিষেক ডালমিয়াও। সেই দিন থেকেই আবার সৌরভের জনপ্রিয় টেলিভিশন শো ‘দাদাগিরি’-র শ্যুটিং শুরু হচ্ছে বলে জানা গিয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...