একদিবসীয় বিশ্বকাপ কমিটিতে সৌরভ গাঙ্গুলী

সামনেই ক্রিকেটের বিশ্বকাপ। সেই বিশ্বকাপের জন্য বিশেষ কমিটি গঠন করলো সিএবি। সেই কমিটিতে থাকছেন ১২জন সদস্য। এই কমিটির মধ্যে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজক কমিটিতে থাকার ব্যাপারে সম্মতি জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে তিনি ২০১৬ টি-২০ বিশ্বকাপের সময় সিএবির প্রেসিডেন্ট ছিলেন। বিশ্বকাপের মতো গুরুতর ইভেন্টে সৌরভের অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ হবে। সৌরভের মতো অভিজ্ঞ ক্রিকেটবিদের উপস্থিতি এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অভিষেক ডালমিয়াও আছেন এই কমিটিতে। তিনি দীর্ঘদিন সিএবির প্রেসিডেন্ট ছিলেন।

processed-c891000f-0ed3-4877-ae23-d19e7adc02a1_XWZgA2xr

বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোন পদে নেই সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু বিশ্বকাপের জন্য বাংলার ক্রিকেট সংস্থার গঠিত কমিটিতে সৌরভকে থাকার অনুরোধ জানানো হয়েছিল অনেক আগেই। সৌরভের মতো অভিজ্ঞ প্রশাসক থাকাটা সিএবিকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলে জানা গিয়েছিল। ওডিআই বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। গ্রুপ পর্বের মাত্র চারটি ম্যাচ ছাড়া বাকি হাইভোল্টেজ সেমিফাইনাল খেলা হবে ইডেন উদ্যানে। ক্রিকেটের এই বড় পদক্ষেপ সুন্দর এবং সফল করবার জন্য কমিটি গঠন করা হয়েছে। সেখানে বাংলা ক্রিকেট সংস্থার সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিজ্ঞতা কাজে লাগবে ভীষণভাবে।

স্বাভাবিকভাবেই,বর্তমান সিএবির প্রধান স্নেহাশীষ গাঙ্গুলীওও থাকছেন এই কমিটিতে। সবকিছু পরিকল্পনা বেশ সুন্দর করে রূপায়নের এবং টুর্নামেন্টের বিশাল সাফল্য আশা করে সামনের দিকে এগিয়ে চলছে এই কমিটি।

প্রসঙ্গত উল্লেখ্য, ইডেন গার্ডেনে ম্যাচের টিকিট সরাসরি পাওয়া যাবে ২ সেপ্টেম্বর রাত ৮টা থেকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...